সরকারি বাঙলা কলেজ মাস্টার্স শেষ বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ | সরকারি বাঙলা কলেজ ভর্তি তথ্য

সরকারি বাঙলা কলেজ, ঢাকা। মাস্টার্স ১ম পর্ব (২০১৬-২০১৭) বিশেষ পরীক্ষা-২০১৭ উত্তীর্ণ শিক্ষার্থীদের মাস্টার্স শেষ পর্ব (শিক্ষাবর্ষ ২০১৭-২০১৮) কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি । এতদ্বারা কলেজের শিক্ষার্থী, বিভাগীয় প্রধান এবং সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি বাঙলা কলেজের মাস্টার্স ১ম পর্ব বিশেষ পরীক্ষা-২০১৭ উত্তীর্ণ শিক্ষার্থীদের মাস্টার্স শেষ বর্ষে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে নিম্নে উল্লেখিত তারিখের মধ্যে Student ID মাস্টার্স ১ম পর্বের রেজিস্ট্রেশন নম্বর দিয়ে রকেট / বিকাশ / উপায় এর মাধ্যমে ভর্তি ফি জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হল ।

 

সরকারি বাঙলা কলেজ মাস্টার্স শেষ বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩

image

image

 

শিক্ষার্থীর করণীয়ঃ

  • সরকারি বাঙলা কলেজের ভর্তির ওয়েবসাইট eshiksabd.com/be এ গিয়ে Login to EMS এর পর নিম্নোক্ত User Name, Password দিয়ে ক্লিক করতে হবে
  • User Name: bcstudent
  • Password: bestudent দিয়ে Sign In করতে হবে।
  • Sign In করা পেইজে Admission বাটন ক্লিক করলে Click for New Admission বাটন আসবে।
  • Click for New Admission বাটন ক্লিক করতে হবে।
  • Select Group এবং Select Department এবং Admission Roll এর ঘরে মাস্টার্স ১ম পর্ব এর রেজিস্ট্রেশন ঘর পূর্ণ করে Click for Admission বাটনে Click করলে ভর্তি ফরম Open হবে।
  • ভর্তি ফরমে চাহিত তথ্যাদি প্রদান করতে হবে।
  • ভর্তির ফরমের ঘর গুলো পূরণ সম্পন্ন হলে Save বাটন ক্লিক করলে টাকার পরিমাণসহ ভর্তি ফরম আসবে।

ফরম পূরণের পর বিকাশ / রকেট / উপায়-এর মাধ্যমে ভর্তি ফি প্রদান করলে শিক্ষার্থীর অভিভাবকের মোবাইল নম্বরে রোল নম্বরসহ ভর্তি সম্পন্ন হওয়ার এস এম এস যাবে।

বিকাশ/ রকেট / উপায় অ্যাপসের মাধ্যমে ভর্তি ফি পরিশোধের নিয়মাবলী :

  • ধাপ ১ : বিকাশ / রকেট/ উপায় App এ Login করতে হবে।
  • ধাপ ২: বিকাশ/ রকেট/ উপায় Pay Bill সিলেক্ট করতে হবে।
  • ধাপ ৩: Education (শিক্ষা প্রতিষ্ঠান) সিলেক্ট করতে হবে।
  • ধাপ ৪: Govt. Bangla College সিলেক্ট করতে হবে।
  • ধাপ ৫ : স্টুডেন্ট আইডি দিতে হবে।
  • ধাপ ৬ : পরবর্তী ধাপসমূহ যথাযথভাবে সম্পন্ন করতে হবে।

সতর্কতাঃ

১। কলেজের নির্ধারিত ফি বিকাশ/ রকেট / উপায় Pay Bill ব্যতীত অন্য কোনভাবে ভর্তি ফি পরিশোধ করা যাবে না।
২। ভর্তি ফি পরিশোধ সংক্রান্ত ম্যাসেজ সংরক্ষণ করতে হবে
৩। প্রতি শিক্ষার্থীকে রকেট/ বিকাশের / উপায়-এর মাধ্যমে ভর্তি ফি জমা দেয়ার পর অনলাইনে পূরণকৃত ভর্তি ফরম প্রিন্ট করে স্ব-স্ব বিভাগে সেমিনার ফি জমা দিয়ে ভর্তি কার্যক্রম শেষ করতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র :

  • ১। এস.এস.সি ও এইচ.এস.সি/সমমানের পরীক্ষার মূল নম্বরপত্র ও রেজিষ্ট্রেশন কার্ডের ফটোকপি।
  • ২। ডিগ্রী (পাস) ও মাস্টার্স ১ম পর্ব পরীক্ষার নম্বরপত্র, দুই কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি।

বিভাগের করণীয় : বিকাশ/ রকেটে / উপায় এর মাধ্যমে ভর্তি ফি জমার ম্যাসেজ, স্ব-স্ব বিভাগের সেমিনার ফি নেয়ার পর ভর্তির ফরম যাচাই করে জমা নিতে হবে।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

সাত কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কী সাত কলেজে মাস্টার্স করা যায়?

ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ফাইনাল ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। অনেকে জানতে চেয়েছেন জাতীয় …