সরকারি বাঙলা কলেজ, ঢাকা। মাস্টার্স ১ম পর্ব (২০১৬-২০১৭) বিশেষ পরীক্ষা-২০১৭ উত্তীর্ণ শিক্ষার্থীদের মাস্টার্স শেষ পর্ব (শিক্ষাবর্ষ ২০১৭-২০১৮) কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি । এতদ্বারা কলেজের শিক্ষার্থী, বিভাগীয় প্রধান এবং সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি বাঙলা কলেজের মাস্টার্স ১ম পর্ব বিশেষ পরীক্ষা-২০১৭ উত্তীর্ণ শিক্ষার্থীদের মাস্টার্স শেষ বর্ষে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে নিম্নে উল্লেখিত তারিখের মধ্যে Student ID মাস্টার্স ১ম পর্বের রেজিস্ট্রেশন নম্বর দিয়ে রকেট / বিকাশ / উপায় এর মাধ্যমে ভর্তি ফি জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হল ।
সরকারি বাঙলা কলেজ মাস্টার্স শেষ বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩
শিক্ষার্থীর করণীয়ঃ
- সরকারি বাঙলা কলেজের ভর্তির ওয়েবসাইট eshiksabd.com/be এ গিয়ে Login to EMS এর পর নিম্নোক্ত User Name, Password দিয়ে ক্লিক করতে হবে
- User Name: bcstudent
- Password: bestudent দিয়ে Sign In করতে হবে।
- Sign In করা পেইজে Admission বাটন ক্লিক করলে Click for New Admission বাটন আসবে।
- Click for New Admission বাটন ক্লিক করতে হবে।
- Select Group এবং Select Department এবং Admission Roll এর ঘরে মাস্টার্স ১ম পর্ব এর রেজিস্ট্রেশন ঘর পূর্ণ করে Click for Admission বাটনে Click করলে ভর্তি ফরম Open হবে।
- ভর্তি ফরমে চাহিত তথ্যাদি প্রদান করতে হবে।
- ভর্তির ফরমের ঘর গুলো পূরণ সম্পন্ন হলে Save বাটন ক্লিক করলে টাকার পরিমাণসহ ভর্তি ফরম আসবে।
ফরম পূরণের পর বিকাশ / রকেট / উপায়-এর মাধ্যমে ভর্তি ফি প্রদান করলে শিক্ষার্থীর অভিভাবকের মোবাইল নম্বরে রোল নম্বরসহ ভর্তি সম্পন্ন হওয়ার এস এম এস যাবে।
বিকাশ/ রকেট / উপায় অ্যাপসের মাধ্যমে ভর্তি ফি পরিশোধের নিয়মাবলী :
- ধাপ ১ : বিকাশ / রকেট/ উপায় App এ Login করতে হবে।
- ধাপ ২: বিকাশ/ রকেট/ উপায় Pay Bill সিলেক্ট করতে হবে।
- ধাপ ৩: Education (শিক্ষা প্রতিষ্ঠান) সিলেক্ট করতে হবে।
- ধাপ ৪: Govt. Bangla College সিলেক্ট করতে হবে।
- ধাপ ৫ : স্টুডেন্ট আইডি দিতে হবে।
- ধাপ ৬ : পরবর্তী ধাপসমূহ যথাযথভাবে সম্পন্ন করতে হবে।
সতর্কতাঃ
১। কলেজের নির্ধারিত ফি বিকাশ/ রকেট / উপায় Pay Bill ব্যতীত অন্য কোনভাবে ভর্তি ফি পরিশোধ করা যাবে না।
২। ভর্তি ফি পরিশোধ সংক্রান্ত ম্যাসেজ সংরক্ষণ করতে হবে
৩। প্রতি শিক্ষার্থীকে রকেট/ বিকাশের / উপায়-এর মাধ্যমে ভর্তি ফি জমা দেয়ার পর অনলাইনে পূরণকৃত ভর্তি ফরম প্রিন্ট করে স্ব-স্ব বিভাগে সেমিনার ফি জমা দিয়ে ভর্তি কার্যক্রম শেষ করতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র :
- ১। এস.এস.সি ও এইচ.এস.সি/সমমানের পরীক্ষার মূল নম্বরপত্র ও রেজিষ্ট্রেশন কার্ডের ফটোকপি।
- ২। ডিগ্রী (পাস) ও মাস্টার্স ১ম পর্ব পরীক্ষার নম্বরপত্র, দুই কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি।
বিভাগের করণীয় : বিকাশ/ রকেটে / উপায় এর মাধ্যমে ভর্তি ফি জমার ম্যাসেজ, স্ব-স্ব বিভাগের সেমিনার ফি নেয়ার পর ভর্তির ফরম যাচাই করে জমা নিতে হবে।