৯২২ পদে সমন্বিত ১০ ব্যাংকের চাকরির MCQ পরীক্ষার কেন্দ্রতালিকা প্রকাশ। ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের সদস্যভুক্ত ১০টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে ২০২১ সাল ভিত্তিক ‘সিনিয়র অফিসার’ (JOB ID-10180)
এর ৯২২টি শূন্য পদে সমন্বিতভাবে নিয়োগের উদ্দেশ্যে প্রার্থীদের MCQ Test এর সময়সূচি ও পরীক্ষা কেন্দ্রের তালিকা সংক্রান্ত বিজ্ঞপ্তি। ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের তত্ত্বাবধানে ১০টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে ২০২১ সাল ভিত্তিক ‘সিনিয়র অফিসার (JOB ID-10180) এর ৯২২টি শূন্য পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে এ সচিবালয়ের বিগত ২৯/১২/২০২২ তারিখের নিয়োগ বিজ্ঞপ্তি নং-১৩৭/২০২২ এর সূত্রে এবং বিগত ১১/১০/২০২৩ তারিখের বিজ্ঞপ্তি নং-৮৬/২০২৩ এর অনুবৃত্তিক্রমে যোগ্য বিবেচিত প্রার্থীদের ০১ ঘন্টা ব্যাপী ১০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা (পরীক্ষার ধরণ-MCQ) আগামী ১০/১১/২০২৩ তারিখ শুক্রবার সকাল ১০.০০ টা থেকে ১১.০০ টা পর্যন্ত ঢাকা সিটি কর্পোরেশনদ্বয়ের মধ্যে অবস্থিত নিম্নবর্ণিত কেন্দ্ৰসমূহে অনুষ্ঠিত হবে।
সমন্বিত ১০ ব্যাংক অফিসার জেনারেল পরীক্ষার কেন্দ্র তালিকা ২০২৪
সমন্বিত ১০ ব্যাংক MCQ পরীক্ষা কেন্দ্র তালিকা ২০২৩
সামাজিক দূরত্ব মেনে সারিবদ্ধভাবে কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ এবং চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর কমপক্ষে ১ ঘন্টা পূর্বে পরীক্ষার্থীদেরকে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষা শুরুর পর কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। এক্ষেত্রে বিলম্বে উপস্থিতি কোনো অজুহাতেই গ্রহণযোগ্য হবে না। প্রবেশপত্র (০১ কপি) ব্যতীত কোনো ধরণের কাগজ, বই, মানিব্যাগ, মোবাইল ফোন, ক্যালকুলেটর, ইলেক্ট্রনিক কার্ড (স্মার্ট কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা অনুরূপ অন্য কোন কার্ড), ডিজিটাল/স্মার্ট ওয়াচ বা অন্য কোনো ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করা যাবে না। উল্লিখিত কোনো কিছু পরীক্ষা চলাকালীন পাওয়া গেলে কিংবা অসদুপায় অবলম্বনের চেষ্টা করলে পরীক্ষা বাতিল করা হবে। প্রবেশপত্রে কোনোরূপ খসড়া বা কোনো কিছু লেখা যাবে না । পরীক্ষার সময় পরীক্ষার্থীদের উভয়কান দৃশ্যমান রাখতে হবে। মাস্ক পরিধান ব্যতিরেকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না এবং কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।