সহকারী অফিসার (সাধারণ) পদে ৪৫টি ও সহকারী অফিসার (ক্যাশ) পদে ৫২টিসহ সর্বমোট ৯৭টি শূন্য পদে
নিয়োগের নিমিত্ত MCQ ও লিখিত পরীক্ষা গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি । কর্মসংস্থান ব্যাংকে সরাসরি নিয়োগযোগ্য সহকারী অফিসার (সাধারণ) পদে ৪৫টি ও সহকারী অফিসার (ক্যাশ) পদে ৫২ টিসহ সর্বমোট ৯৭(সাতানব্বই)টি পদে নিয়োগের লক্ষ্যে এ ব্যাংকের ২৫ জুলাই 2023 তারিখের নিয়োগ বিজ্ঞপ্তি পরিপ্রেক্ষিতে,
কর্মসংস্থান ব্যাংক ও বিডিজবস.কম লি: এর ওয়েবসাইটসহ ২৬ জুলাই ২০২৩ তারিখের ‘দৈনিক ইত্তেফাক’ এবং “The Financial Express’ এ প্রকাশিত বিজ্ঞপ্তির আলোকে আবেদনকারী প্রার্থীদের মধ্যে বিডিজবস.কম লি: এর ওয়েবসাইট হতে প্রবেশপত্র ডাউনলোডকারী প্রার্থীদের ০২:০০ ঘন্টাব্যাপী পরীক্ষা (৮০ নম্বরের MCQ পরীক্ষা ০১ ঘন্টা ও ৮০ নম্বরের লিখিত ০১ ঘন্টা) আগামী ১১.০৮.২০২৩ তারিখ রোজ শুক্রবার সকাল ১০.০০ টা থেকে ১২.০০ টা পর্যন্ত ঢাকা সিটির মধ্যে অবস্থিত নিম্নবর্ণিত কেন্দ্রসমূহে অনুষ্ঠিত হবে।
কর্মসংস্থান ব্যাংক নিয়োগ পরীক্ষার সময়সূচি ও আসনবিন্যাস ২০২৩
০২। পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। প্রবেশপত্র ব্যতিরেকে কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না। উক্ত প্রবেশপত্র পরবর্তীতে অনুষ্ঠেয় মৌখিক পরীক্ষার জন্য সংরক্ষণ করতে হবে;
০৩। কালো কালির বল পেন দ্বারা MCQ পরীক্ষার উত্তরপত্রের বৃত্ত ভরাট করতে হবে;
০৪। প্রবেশপত্র ব্যতীত কোনো ধরনের কাগজ, বই, মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ বা অন্য কোনো ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষা হলে প্রবেশ করা যাবে না;
০৫। পরীক্ষার সময় পরীক্ষার্থীদের উভয়কান দৃশ্যমান রাখতে হবে।