এসএসসি রেজাল্ট দেখার নিয়ম ২০২৪ – SMS-এ দেখার নিয়ম | SSC Result Check By SMS

এসএসসি রেজাল্ট সবার আগে টেলিটক-এ! মোবাইলের Message অপশনে গিয়ে 16222 নম্বরে নিম্নোক্ত ফরম্যাটে SMS করে জেনে নিন কাঙ্ক্ষিত ফলাফল। SMS এর মাধ্যমে SSC রেজাল্ট ২০২৩ দেখার নিয়ম। SSC Result যেকোনো সিম অপারেটর এ দেখা যায়। কিন্তু ফিরতি SMS পেতে কিছুটা দেরী হতে পারে তবে টেলিটক সিম হলে সব চেয়ে দ্রুত পাবেন ফিরতি SMS। আপনারা অনেকেই SMS এর মাধ্যমে এসএসসি রেজাল্ট চেক করতে চান। কিন্তু! আপনারা সঠিক নিয়মে SMS পাঠাতে পারেন না। তাদের জন্য আমরা নিচে নিয়ম গুলো শেয়ার করছি। এই নিয়মের মাধ্যমে রোল নাম্বার দিয়ে এসএসসি রেজাল্ট খুবই সহজে চেক করতে পারবেন। আপনাদের সুবিধার জন্য নিচে SMS এর মাধ্যমে এসএসসি রেজাল্ট দেখার নিয়ম শেয়ার করা হল।

ফলাফল দেখতে দয়া করে নিচের তথ্যসমূহ প্রদান করুন

Refresh to get 

সাধারণ বোর্ডের নিয়মঃ

  • SSC <স্পেস> Board <স্পেস> Roll <স্পেস> 2024 and পাঠিয়ে দিন, 16222 নাম্বারে।
  • উদাহরনঃ SSC JES 123456 2024 লিখে 16222 নম্বরে SMS পাঠাতে হবে।

মাদ্রাসা বোর্ডের নিয়মঃ

  • Alim <স্পেস> MAD <স্পেস> Roll <স্পেস> 2024 and পাঠিয়ে দিন, 16222 নাম্বারে।
  • উদাহরনঃ Alim MAD 123456 2024 লিখে 16222 নম্বরে SMS পাঠাতে হবে।

কারিগরি বোর্ডের নিয়মঃ

  • SSC <স্পেস> TEC <স্পেস> Roll <স্পেস> 2024 and পাঠিয়ে দিন, 16222 নাম্বারে।
  • উদাহরনঃ SSC TEC 123456 2024 লিখে 16222 নম্বরে SMS পাঠাতে হবে।

 

এসএসসি রেজাল্ট দেখার নিয়ম ২০২৪ – SMS-এ দেখার নিয়ম

যেভাবে রেজাল্ট দেখবেন:

  • SSC <স্পেস> JES <স্পেস> Roll <স্পেস> 2024 টাইপ করে পাঠাবেন 16222 নাম্বারে।
  • উদাহরন: “SSC DHA 344354 2024” লিখে পাঠাবেন 16222 নাম্বারে।
  • ঢাকা বোর্ডের জন্য DHA এবং অন্য সকল বোর্ডের জন্য বোর্ডের প্রথম ৩ টি অক্ষর বসাতে হবে। সকল বোর্ডের প্রথম ৩ অক্ষর নিচে দেওয়া আছে দেখে নিতে পারেন।
  • JES এর জায়গায় নিজের বোর্ডের প্রথম ৩ অক্ষর দেওয়ার পর নিজের রোল নাম্বার দিবেন। এরপর ২০২৪ সালের পরিক্ষার্থী হওয়ায় ২০২৪ লিখে সেন্ড করে দিবেন। ফিরতি এস এম এস এ আপনার রেজাল্ট জানিয়ে দিবে।
  • মাদ্রাসা বোর্ড এর জন্য: MAD
  • বি:দ্র: সিমে অবশ্যই ব্যালেন্স থাকতে হবে।
  1. SSC এর জন্যঃ SSC BOARD ROLL YEAR
  2. মাদ্রাসা বোর্ডের এর জন্যঃ Dakhil MAD ROLL YEAR
  3. কারিগরি শিক্ষাবোর্ডের জন্যঃ SSC TEC ROLL YEAR

২.৬৭ টাকা প্রতি এসএমএস-এর জন্য (সকল চার্জ অন্তর্ভুক্ত) সাধারণ শিক্ষা বোর্ডের জন্য

ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে টাইপ করুন: RSC Board Name (first 3 letters) Roll Year Subject Code পাঠিয়ে দিন 16222 নম্বরে

  • আবেদনের সময়: পুন:নিরীক্ষণের জন্য SMS (এসএমএস) এর মাধ্যমে ১৩/০৫/২০২৪ তারিখ থেকে ১৯/০৫/২০২৪ তারিখ পর্যন্ত আবেদন গ্রহণ করা যাবে।
  • প্রতি পত্রের জন্য আবেদন ফিঃ ১২৫ (একশত পঁচিশ) টাকা।
  • ওয়েবে রেজাল্ট পেতে ভিজিট করুন- www.educationboardresults.gov.bd

বিঃ দ্রঃ বোর্ড কতৃর্ক প্রকাশ হওয়ার পর SMS ও ওয়েবসাইট এর মাধ্যমে ফলাফল জানা যাবে।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

Dakhil Result 2022 Madrasah Board with Marksheet

Comilla Board SSC Result 2024 with Marksheet

Regarding the publication of Madhyamik School Certificate (SSC) Examination-2024 Result, Source: Inter-Board of Education Coordination …