হসপিটাল সার্ভিসেস ম্যানেজমেন্ট পরীক্ষার ফলাফল ও ভাইভার সময়সূচী ২০২৩

স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর ৪র্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর (HPNSP) কর্মসূচীর
অন্তর্ভুক্ত “হসপিটাল সার্ভিসেস ম্যানেজমেন্ট, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা-এর স্মারক নং স্বা: অধি/হ:সা: ন্যা:/ জনবল নিয়োগ(2017-2023)/২০২২-২৩/১৮০০ তারিখ: 12/02/2023 খ্রি. মোতাবেক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে ০৮ (আট) টি ক্যাটেগরির লিখিত পরীক্ষা স্মারক নং- স্বা: অধি/হ:সা:ম্যা:/২০২২-২৩/২২৬৩, তারিখ-২৩/০৫/২০১৩খ্রি: মোতাবেক ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি), মহাখালী, ঢাকা- ১২১২-এ 02/06/201৩খ্রি. শুক্রবার অনুষ্টিত হয়। নিম্নলিখিত রোল নম্বরধারী প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য নির্বাচন করা হলো।

 

হসপিটাল সার্ভিসেস ম্যানেজমেন্ট পরীক্ষার ফলাফল ও ভাইভার সময়সূচী ২০২৩

নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ০৭, ০৮ ও ১০ই জুন ২০২৩ইং তারিখ অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার
বিস্তারিত সময়সূচী টেলিটক থেকে এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট www.dghs.gov.bd এবং হসপিটাল সার্ভিসেস ম্যানেজমেন্ট-এর ওয়েবসাইট www.hospitaldghs.gov.bd-এ পরীক্ষার সময়সূচী।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

ঢাকা পূর্ব ভ্যাট পরীক্ষার সময়সূচি ২০২৪ – vatdhkeast Exam Date

কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পূর্ব), ঢাকা’র নথি নম্বর:২(২৩)১৪২/জনপ্রশাঃ/ঢা:পূর্ব: কমি:/নিয়োগ ২০২৩/৪৭০, তারিখ:২৫-০১-২০২৪খ্রি. অনুযায়ী গত …