LGED প্রবেশপত্র ডাউনলোড ২০২৩ – lged.teletalk.com.bd

এতদ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় রাজস্ব কাঠামোভুক্ত  শূন্য পদে আগামী ১২-০৫-২০২৩ খ্রি. তারিখ রোজ শুক্রবার অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার স্থান ও সময় পরবর্তীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ওয়েবসাইটে (www.lged.gov.bd) ও আবেদনে উল্লিখিত মোবাইল নম্বরে টেলিটক কর্তৃক SMS এর মাধ্যমে যথাসময়ে জানানো হবে। ২২৩৭ পদে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের চাকরির পরীক্ষার সময়সূচি প্রকাশ। সার্ভেয়ার- ৮৮ ইলেকট্রিশিয়ান-৮৪ মুয়াজ্জিন-০১ পদের পরীক্ষার তারিখঃ ০৫-০৫-২০২৩। অফিস সহকারী-১৭১ ও অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক-২৫৭ পদের পরীক্ষার তারিখঃ ১২-০৫-২০২৩। এডমিট কার্ড ডাউনলোড লিংকঃ http://lged.teletalk.com.bd ।

 

 

 

প্রবেশপত্র ডাউনলোড লিংকঃ http://lged.teletalk.com.bd

 

এলজিইডি পরীক্ষার তথ্যঃ

  • Post Name: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
  • Exam Date & Time: FRIDAY, 12 MAY 2023 (11.00 AM TO 12.00 PM)
  • Exam Center : Room: 302, Floor: 2nd Floor, Building: Academic Building, Mohammad Pur Mohila College, Mohammad Pur, Dhaka

 

LGED প্রবেশপত্র ডাউনলোড ২০২৩ – lged.teletalk.com.bd

সাধারণ নির্দেশনাঃ

1. প্রার্থীদের অবশ্যই অ্যাডমিট কার্ড আনতে হবে এবং ডিউটিতে থাকা পরিদর্শকদের কাছে দেখাতে হবে।
2. এই অ্যাডমিট কার্ডে থাকা ছবি মূল আবেদনের সাথে জমা দেওয়া ফটোকপির সাথে মিলবে।
3. প্রার্থীদের দুটি কালো বলপয়েন্ট কলম আনতে হবে। পেন্সিল ব্যবহার নিষিদ্ধ।
4. মোবাইল ফোন, ক্যালকুলেটর বা যেকোনো ইলেকট্রনিক ডিভাইস (একটি ডিজিটাল ঘড়ি সহ) অনুমোদিত নয়৷
5. কস্তুরী পরা আবশ্যক। Covid-19 সংক্রান্ত স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করা হবে।

 

6. অন্যায্য উপায় অবলম্বনকারী কোনো প্রার্থীর বিরুদ্ধে যে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষ সব অধিকার সংরক্ষণ করে।
7. পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ গ্রহণযোগ্য হবে না।
8. এই প্রবেশপত্রটি লিখিত/ভাইভা ভয়েস পরীক্ষার জন্য প্রবেশপত্র হিসাবে বিবেচিত হবে।
9. লিখিত পরীক্ষার ফলাফল যথাসময়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করা হবে।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

ঢাকা পূর্ব ভ্যাট পরীক্ষার সময়সূচি ২০২৪ – vatdhkeast Exam Date

কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পূর্ব), ঢাকা’র নথি নম্বর:২(২৩)১৪২/জনপ্রশাঃ/ঢা:পূর্ব: কমি:/নিয়োগ ২০২৩/৪৭০, তারিখ:২৫-০১-২০২৪খ্রি. অনুযায়ী গত …