৭ কলেজ আবেদন পদ্ধতি | ৭ কলেজ ভর্তি নোটিশ বোর্ড ২০২৩

অনার্স ২০২২-২৩ সেশনের অনলাইনে আবেদন সংক্রান্ত নোটিশ। বাসায় বসেই চাইলে ৭ কলেজের ভর্তি আবেদন নিজের টা নিজে করতে পারবেন। প্রথমেই আপনার মোবাইলের “Chrome” ব্রাউজার কে “Desktop Mode” এ নিয়ে যাবেন।  Chrome -> Triple dot menu -> Desktop Site এ ক্লিক করলেই মোবাইল ব্রাউজার ডেস্কটপ মুডে চলে আসবে।

HSC যে ইউনিটে ছিলেন সে ইউনিটেই আবেদন করতে পারবে। অন্য ইউনিটে আবেদনের সুযোগ নেই। পরীক্ষা দিয়ে মেধাক্রমে আসলে অন্য ইউনিটের বিষয় *Choice* দেওয়া যাবে। ঢাবিতে আবেদন করলে ৭ কলেজের ওয়েবসাইটে নতুন করে বিস্তারিত তথ্য দেওয়া লাগবে না। শুধু Login করে “আবেদনে” ক্লিক করে আবেদন ফি ৬০০ টাকা পরিশোধ করলেই হয়ে যাবে।

৭ কলেজের অনলাইন ভর্তি আবেদনের ধাপ সমূহ নিম্নে উল্লেখ করা হলো:

  • প্রথমে HSC রোল, বোর্ড এবং SSC রোল দিয়ে Login করুন।
  • আপনার নাম, জন্মতারিখ, পিতা-মাতার নাম, আপনার SSC-HSC রেজাল্ট ঠিক আছে কিনা তা চেক করে নিশ্চিত করুন।
  • আপনার বর্তমান ঠিকানা, আপনার মোবাইল নম্বর, ই-মেইল, পিতা-মাতার NID নম্বর (ঐচ্ছিক) এবং কোটা থাকলে সে কোটায় ক্লিক করে পরবর্তী ধাপে যান।
  • সাইজ অনুযায়ী ছবি সংযুক্ত করুন।
  • SMS এর মাধ্যমে **Password** (৮ ডিজিটের SIF-Key) সংগ্রহ করুন এবং অবশ্যই তা সংরক্ষণ করুন। ভর্তি কার্যক্রম শেষ হওয়া পর্যন্ত এটি লাগবে।
    (অবশ্যই নিজের নম্বর বা অভিভাবকের নম্বর দিয়ে পাসওয়ার্ড সংগ্রহ করবেন। ভর্তির আগ পর্যন্ত এই পাসওয়ার্ড লাগবে)
  • উপরোক্ত Information গুলো সঠিক আছে কিনা তা ভালোভাবে চেক করে “নিশ্চিত” করুন।
    (একবার নিশ্চিত করলে আর সংশোধন করতে পারবেন না)
  • SMS এ প্রাপ্ত Password (৮ ডিজিটের SIF-Key) বসিয়ে “Submit” করুন।
  • এইবার “আবেদন” অপশনে ক্লিক করুন।
  • পরের ধাপে **Payment** এ ক্লিক করে নিম্নোক্ত ছবির নির্দেশনা অনুযায়ী আবেদন ফি ৬০০ টাকা যেকোনো মাধ্যমে পরিশোধ করুন।
  • “অভিনন্দন! সফলভাবে টাকা জমা হয়েছে” – এ লেখা না আসা পর্যন্ত অপেক্ষা করুন।
  • টাকা প্রদান হলে ড্যাশবোর্ডে গিয়ে পেমেন্ট স্লিপ Download বা Print করে নিন।
  • ৭ কলেজের অনলাইন ভর্তি আবেদন ফি ৬০০ টাকা। কেউ ভুল করে ৭০০ টাকা প্রদান করবেন না। গার্হস্থ্য অর্থনীতি এবং প্রযুক্তি ইউনিটের জন্য আবেদন ফি ৭০০ টাকা।
  • অনেকে ভুল করে একটার জায়গায় অন্যটাই আবেদন করে ফেলে। তাই এই ব্যাপারে সতর্ক থাকবেন এবং ভালো ভাবে **Check** করে টাকা প্রদান করবেন।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

সাত কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কী সাত কলেজে মাস্টার্স করা যায়?

ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ফাইনাল ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। অনেকে জানতে চেয়েছেন জাতীয় …