অনার্স ২০২২-২৩ সেশনের অনলাইনে আবেদন সংক্রান্ত নোটিশ। বাসায় বসেই চাইলে ৭ কলেজের ভর্তি আবেদন নিজের টা নিজে করতে পারবেন। প্রথমেই আপনার মোবাইলের “Chrome” ব্রাউজার কে “Desktop Mode” এ নিয়ে যাবেন। Chrome -> Triple dot menu -> Desktop Site এ ক্লিক করলেই মোবাইল ব্রাউজার ডেস্কটপ মুডে চলে আসবে।
HSC যে ইউনিটে ছিলেন সে ইউনিটেই আবেদন করতে পারবে। অন্য ইউনিটে আবেদনের সুযোগ নেই। পরীক্ষা দিয়ে মেধাক্রমে আসলে অন্য ইউনিটের বিষয় *Choice* দেওয়া যাবে। ঢাবিতে আবেদন করলে ৭ কলেজের ওয়েবসাইটে নতুন করে বিস্তারিত তথ্য দেওয়া লাগবে না। শুধু Login করে “আবেদনে” ক্লিক করে আবেদন ফি ৬০০ টাকা পরিশোধ করলেই হয়ে যাবে।
৭ কলেজের অনলাইন ভর্তি আবেদনের ধাপ সমূহ নিম্নে উল্লেখ করা হলো:
- প্রথমে HSC রোল, বোর্ড এবং SSC রোল দিয়ে Login করুন।
- আপনার নাম, জন্মতারিখ, পিতা-মাতার নাম, আপনার SSC-HSC রেজাল্ট ঠিক আছে কিনা তা চেক করে নিশ্চিত করুন।
- আপনার বর্তমান ঠিকানা, আপনার মোবাইল নম্বর, ই-মেইল, পিতা-মাতার NID নম্বর (ঐচ্ছিক) এবং কোটা থাকলে সে কোটায় ক্লিক করে পরবর্তী ধাপে যান।
- সাইজ অনুযায়ী ছবি সংযুক্ত করুন।
- SMS এর মাধ্যমে **Password** (৮ ডিজিটের SIF-Key) সংগ্রহ করুন এবং অবশ্যই তা সংরক্ষণ করুন। ভর্তি কার্যক্রম শেষ হওয়া পর্যন্ত এটি লাগবে।
(অবশ্যই নিজের নম্বর বা অভিভাবকের নম্বর দিয়ে পাসওয়ার্ড সংগ্রহ করবেন। ভর্তির আগ পর্যন্ত এই পাসওয়ার্ড লাগবে) - উপরোক্ত Information গুলো সঠিক আছে কিনা তা ভালোভাবে চেক করে “নিশ্চিত” করুন।
(একবার নিশ্চিত করলে আর সংশোধন করতে পারবেন না) - SMS এ প্রাপ্ত Password (৮ ডিজিটের SIF-Key) বসিয়ে “Submit” করুন।
- এইবার “আবেদন” অপশনে ক্লিক করুন।
- পরের ধাপে **Payment** এ ক্লিক করে নিম্নোক্ত ছবির নির্দেশনা অনুযায়ী আবেদন ফি ৬০০ টাকা যেকোনো মাধ্যমে পরিশোধ করুন।
- “অভিনন্দন! সফলভাবে টাকা জমা হয়েছে” – এ লেখা না আসা পর্যন্ত অপেক্ষা করুন।
- টাকা প্রদান হলে ড্যাশবোর্ডে গিয়ে পেমেন্ট স্লিপ Download বা Print করে নিন।
- ৭ কলেজের অনলাইন ভর্তি আবেদন ফি ৬০০ টাকা। কেউ ভুল করে ৭০০ টাকা প্রদান করবেন না। গার্হস্থ্য অর্থনীতি এবং প্রযুক্তি ইউনিটের জন্য আবেদন ফি ৭০০ টাকা।
- অনেকে ভুল করে একটার জায়গায় অন্যটাই আবেদন করে ফেলে। তাই এই ব্যাপারে সতর্ক থাকবেন এবং ভালো ভাবে **Check** করে টাকা প্রদান করবেন।