২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে আর্মড ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউট (এএফএমআই) ১ম বর্ষ বিএসসি ইন নার্সিং কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি। অনলাইনে আবেদনের তারিখ: ০১ এপ্রিল ২০২৪ হতে ২৫ এপ্রিল ২০২৪ পর্যন্ত এবং ভর্তি পরিক্ষার তারিখ ও সময় : ১০ মে ২০২৪ তারিখ সকাল ১০:০০-১১:০০ ঘটিকা পর্যন্ত। আর্মড ফোর্সেস মেডিকেল ইন্সটিটিউট ঢাকা সেনানিবাস ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে বিএসসি ইন নার্সিং ভর্তির বিজ্ঞপ্তি। আর্মড ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউট ঢাকা সেনানিবাস। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আর্মড ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউট (এসই) ১ম বর্ষ ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং (বিএসসি ইন নার্সিং) কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এ ০৪ (চার) বচর কোর্সে (১৫তম ব্যাচ) ছাত্রী ভর্তি করা হবে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আর্মড ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউট (এএফএমআই) ১ম বর্ষ ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং (বিএসসি ইন নার্সিং) কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি।
আরও পড়ুনঃ
ভর্তি পরীক্ষা সংক্রান্ত তারিখ ও সময়সূচিঃ
- আবেদন ফরম সংগ্রহঃ ০১ এপ্রিল ২০২৪ হতে ২৫ এপ্রিল ২০২৪ পর্যন্ত। AFMI থেকে সংগ্রহ করতে হবে।
- আবেদন ফরম জমার শেষ তারিখঃ ৯ই মে ২০২৩ AFMI তে জমা দিতে হবে।
- প্রবেশপত্র সংগ্রহের তারিখঃ ০২ মে ২০২৪ হতে ০৭ মে ২০২৪ AFMI থেকে সংগ্রহ করতে হবে।
- ভর্তি পরিক্ষার তারিখ ও সময়: ১০ মে ২০২৪ তারিখ সকাল ১০:০০-১১:০০ ঘটিকা পর্যন্ত।
- ওয়েব সাইটঃhttp://www.afmc.edu.bd/
- অনলাইনে আবেদনের লিংক: www.afmibd.net
- আসন সংখ্যাঃ ৬০ টি।
মেডিকেল চেকআপ কি কি করা হয়?
- ১.ওজন ৩৯.৯২ কিলোগ্রাম
- ২.উচ্চতা ৫.১”
- ২.চোখ ও শারীরিক সকল দিক
- ৩.বুকের মাপ মিনিমাম (স্বাভাবিক)২৬”-28″ হতে হবে।
- ৪.ভাল শ্রবন শক্তি থাকতে হবে।
- বিবাহিত হলে আবেদন করার প্রয়োজন নেই।
- আবেদন ফি ৭০০ টাকা
- এই প্রতিষ্ঠানে পড়া চলাকালিন অন্য প্রতিষ্ঠানে পড়া একেবারেই যাবে নাহ।
- ভর্তি ফি ছাড়া আর কোন টাকা লাগে নাহ।
যে সুযোগ সুবিধা পাবেন??
- বিনামূল্যে থাকা ও খাওায়ার ব্যবস্থা
- প্রতি মাসের প্রথম বর্ষে 3000 টাকা,
- ২য় বর্ষে ৩৩০০টাকা,
- ৩য় বর্ষে ৩৬০০ টাকা,
- ৪থ বর্ষে ৩৯০০ টাকা এবং
- ইন্টার্নিতে ৬০০০ টাকা হারে বৃত্তি পাবেন।
আর্মড ফোর্সেস মেডিকেল ইন্সটিটিউট ভর্তি বিজ্ঞপ্তি
ঢাকা আর্মি নার্সিং কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ | আর্মড ফোর্সেস মেডিকেল ইন্সটিটিউট ভর্তি বিজ্ঞপ্তি
ঢাকা আর্মি নার্সিং কলেজ ভর্তির শিক্ষাগত যোগ্যতাঃ
- ২০১৮ বা ২০১৯ সালে এসএসসি বা সমমান এবং ২০২০ বা ২০২১ সালে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাঁরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
- এসএসসি ও এইচএসসি বিজ্ঞান বিভাগ থেকে মোট GPA ন্যূনতম 7.00 পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং কোনো পরীক্ষায় 3.00এর কম গ্রহণযোগ্য নয়।
- এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জীববিজ্ঞানে ন্যূনতম 3.00 থাকতে হবে।
আবেদন পত্র সংগ্রহ/জমা করা এবং পরীক্ষার নিয়মাবলীঃ
অফেরতযোগ্য ৭০০ টাকা ফি বাবদ ব্যাংক ড্রাফট কিংবা পে-অর্ডার করে নির্দিষ্ট ওয়েবসাইট থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। আবেদনপত্রের সাথে এসএসসি ও এইচএসসি/সমমানের পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট, সনদপত্র, প্রশংসাপত্র, নাগরিকত্ব সনদপত্রের সত্যায়িত ফটোকপি ও সদ্যতোলা ৫ কপি পাসপোর্ট সাইজের ছবি রঙ্গীন ছবি জমা দিতে হবে।
ঢাকা আর্মি নার্সিং কলেজ ভর্তির যোগ্যতাঃ
- ১৭ থেকে ২২ বছর হতে হবে।
- উচ্চতা: ৫ ফুট ২ ইঞ্চি হতে হবে।
- বুকের মাপ: স্বাভাবিক ২৬ ইঞ্জি, প্রসারিত ২৮ ইঞ্জি ন্যূনতম।
- ওজন: ৩৯.৯২ কিলোগ্রাম ন্যূনতম।
- চান্স পাওয়ার পর প্রতি মাসে ভাতা পাবেঃ ১ম বর্ষ ৩০০০, ২য় বর্ষ ৩৩০০, ৩য় বর্ষ ৩৬০০, ৪র্থ বর্ষ ৩৯০০ টাকা।