আর্মি নার্সিং কলেজ রংপুর (সেনাবাহিনী পরিচালিত একটি বেসামরিক প্রতিষ্ঠান)। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশসরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক অনুমোদিত এবং বিউপি অধিভুক্ত। আর্মি নার্সিং কলেজ রংপুর (সম্পূর্ণ আবাসিক) ছাত্রী ভর্তি শুরু। ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে বিএসসি ইন নার্সিং (৪ বছর মেয়াদী) কোর্স। রংপুর সেনানিবাসস্থ সিএমএইচ রংপুরের ভিতরে নান্দনিক ক্যাম্পাস।
আরও পড়ুনঃ
রংপুর আর্মি নার্সিং কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩
রংপুর আর্মি নার্সিং কলেজ ভর্তির শর্তঃ
- ১. আবেদনকারীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
- ২. শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবে।
- ৩. ১লা জানুয়ারি ২০২৩ ইং তারিখে বয়স ১৭ হতে ২২ বৎসর হতে হবে।
- ৪. প্রার্থীকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে।
- ৫. প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং কোর্স চলাকালীন সময়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না ।
রংপুর আর্মি নার্সিং কলেজ ভর্তির শিক্ষাগত যোগ্যতাঃ
- (ক) প্রার্থীকে ২০২১ ও ২০২২ ইংরেজী সালে এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস এবং ২০১৯ ও ২০২০ সালে এসএসসি বা সगान পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- (খ) বিজ্ঞান বিভাগে এসএসসি এবং এইচএসসি বা সমমানের পরীক্ষায় সেটি ন্যূনতম জিপিএ ৭.০০ থাকতে হবে। তবে কোন পরীক্ষায় জিপিএ ৩.০০ এর কম হবে না এবং উত্তর পরীক্ষায় জীববিজ্ঞানে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে।
- আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ তারিখ : ২২ মে ২০২৩ইং ।
- ভর্তির জন্য তথ্য ও যোগাযোগ : আর্মি নার্সিং কলেজ রংপুর, রংপুর সেনানিবাস ।
- আবেদনপত্র www.rancbd.com তে ডাউনলোড করা যাবে।
- সামরিক বাহিনী পরিচালিত একটি শিক্ষা প্রতিষ্ঠানের গর্বিত শিক্ষার্থী হওয়ার সুযোগ গ্রহণ করুন।
আর্মি নার্সিং কলেজ রংপুর আবেদনপত্র সংগ্রহ ও দাখিলের নিয়মাবলীঃ
ক. আবেদনপত্র আমি নার্সিং কলেজ রংপুর এর ওয়েব সাইট www.rancbd.com হতে ডাউনলোড করতে হবে অথবা আর্মি নার্সিং কলেজ রংপুর, রংপুর সেনানিবাস হতে অফিস চলাকালীন সময়ে (সকাল ০৯০০ ঘটিকা হতে ১৪০০ ঘটিকা পর্যন্ত) ছুটির দিন ব্যতীত সংগ্রহ করা যাবে। আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ তারিখ ২২ মে ২০২৩।
খ. আবেদনপত্র স্বহস্তে পূরণ করতা প্রয়োজনীয় কাগজপত্রসহ অধ্যক্ষ, আর্মি নার্সিং কলেজ রংপুর, রংপুর সেনানিবাস এই ঠিকানায় ভাকযোগে পাঠাতে হবে অথবা স্বশরীরে এসে জমা দিতে হবে। ভর্তির আবেদনপত্র ও আনুষঙ্গিক খরচ বাবদ ৭০০.০০/- (সাতশত টাকা মাত্র) (অফেরতযোগ্য) বিকাশ নং ০১৭৬৯৩৩৫৬৮০ (নার্সিং কলেজের) তে বিকাশ চার্জসহ পাঠাতে হবে। স্বশরীরে আবেদনপত্র জনা দেওয়ার ক্ষেত্রে উক্ত টাকা করন জমা দেওয়ার সময় প্রদান করতে হবে। দান পূরণ করার সময় বিকাশের মাধ্যমে টাকা পাঠানো হলে ফরমে বিকাশ এর রেফারেন্স নং টি উল্লেখ করতে হবে।
গ. অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র জমা দিতে হবেঃ
- ক.এসএসসি বা সমমানের এবং এইচএসসি বা সমমানের পরীক্ষার একাডেমিক ট্রান্সডিলটর/মানসীটের সত্যায়িত ফটোকপি ।
- খ. এসএসসি বা সমমানের এবং এইচএসসি বা সমমানের পরীক্ষার সার্টিফিকেট/ প্রভিশনাল সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি ।
গ. জন্মনিবন্ধন/ভোটার আইডি কার্ডের সত্যায়িত ফটোকপি। - ঘ. শেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে প্রশংসাপত্রের সত্যায়িত ফটোকপি ।
- ঙ. প্রাণীর স্থায়ী ঠিকানা সম্বলিত স্থানীয় ইউপি চেয়ারম্যান অথবা পৌরসভার চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত সনদপত্রের সত্যায়িত অটাকপি।
- চ. পাসপোর্ট সাইজের সদ্য তোলা ০৩ (ভিন) কপি রঙ্গিন ছবি ।
প্রবেশপত্র বিতরণঃ
- ২৮ মে ২০২৩ হতে ৩১ মে ২০২৩ তারিখে ৯.০০-১৪.০০ ঘটিকা পর্যন্ত টাকা জমা দেওয়ার রশিদ প্রদর্শন পূর্বক প্রবেশপত্র অত্র কলেজ ক্যাম্পাস এর অফিস রুম হতে সংগ্রহ করতে হবে।
লিখিত, মৌখিক ও ডাক্তারী পরীক্ষা :
- আগামী ৪ জুন ২০২৩ তারিখে সকাল ১০.০০ ঘটিকায় লিখিত পরীক্ষা এবং ১১.৩০ ঘটিকা হতে নৌখিক ও ডাক্তারী পরীক্ষা ক্যান্টনমেন্ট পারসিক স্কুল এন্ড কলেতা, রংপুর এ অনুষ্ঠিত হবে।
নির্বাচন পদ্ধতিঃ
- প্রার্থী মূল্যায়ন ও নম্বর বিভাজনঃ
এস এসসি (সমমান) ও এইচএসসি/সমমান জিপিএ এবং নম্বরের ভিত্তিতে প্রার্থী মূল্যায়ন করা হবে।
- এসএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ৪ গুণিতক = ২০ নম্বর (সর্বোচ্চ)
- এইচএসসি/সমমান পরীক্ষার প্রাপ্ত জিপিএ এর ৬ গুণিতক = ৩০ নম্বর (সর্বোচ্চ)
- লিখিত ও মৌখিক পরীক্ষা ১০০+৫০ = ১৫০ নম্বর, মোট = ২০০ নম্বর
আর্মি নার্সিং কলেজ রংপুর পরীক্ষার সিলেবাসঃ
- লিখিত পরীক্ষা (এমসিকিউ পদ্ধতি) = ১০০ নম্বর :
- বিএসসি ইন নার্সিং কোর্সের বিষয়ভিত্তিক নম্বর বিভাজন: বাংলা-২০, ইংরেজী-২০, গণিত-১০. বিজ্ঞান-৩০ (জীব বিজ্ঞান, পদার্থ ও রসায়ন) এবং সাধারণ জ্ঞান -২০ অর্থাৎ মোট ১০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রণ করতে হবে।
- মৌখিক পরীক্ষাঃ মৌখিক পরীক্ষা ৫০ নম্বর ।
- চূড়ান্ত ফলাফলঃ লিখিত, মৌখিক ও ভাঙারী পরীক্ষার ফলাফল আগামী ১১ জুন ২০২৩ তারিখে অত্র কলেজের নোটিশ বোর্ডে / ওয়েব সাইট এর মাধ্যমে জানানো হবে।
অপেক্ষমাণ তালিকাঃ
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নামীয় তালিকার সাথে ভর্তির জন্য নির্ধারিত আসনের অতিরিক্ত মেধাভিত্তিক ২০%
প্রার্থীর নামীয় ভাগিতা অত্র প্রতিষ্ঠানের ওয়েব সাইটে প্রকাশ করা হবে । ভর্তির শেষ তারিখের পর যে সব আসন শূন্য থাকবে তা অপেক্ষমাণ তালিকা হতে পূরণ করা হবে।
মুক্তিযোদ্ধা উপজাতি কোটা সংরক্ষণঃ
- মুক্তিযোদ্ধার সন্তান এবং তাদের সন্তানদের জন্য ২% এবং উপজাতি প্রার্থীদের জন্য ১% কোটা সরক্ষিত থাকবে।
রংপুর আর্মি নার্সিং কলেজ ভর্তির তথ্যঃ
- চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণ আর্মি নার্সিং কলেজ রংপুরে ০৪ (চার) বৎসর মেয়াদী ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং (বিএসসি ইন নার্সিং) কোর্সে যোগদানের অন্য প্রয়োজনীয় নির্দেশাবলী অত্র প্রতিষ্ঠান হতে গ্রহণ করবেন।
- প্রশিক্ষণ কোর্সে ভর্তি হওয়ার সময় শিক্ষাগত যোগ্যতার ভুল সনদপ এবং একাডেনিক ট্রান্সক্রিন্টসমূহ আর্মি নার্সিং রংপুর জনা থাকবে।
- ভর্তি সংক্রান্ত যে কোন বিষয়ে ভর্তি কমিটির শিক্ষান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
- ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার ভাতা প্রদান করা হবে না।
প্রশিক্ষণ চলাকালীন সুযোগ-সুবিধা ও বিধি নিষেধঃ
- নিরাপদ ও মনোরম পরিবেশে সম্পূর্ণ আবাসিক শিক্ষা ব্যবস্থা।
- প্রশিক্ষণ চলাকালীন বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল এবং বাংলাদেশ ইউনির্ভাসিটি অব প্রফেশনালস (বিইউপি) কর্তৃক প্রদত্ত বিধান ও অত্র প্রতিষ্ঠানের নিয়ম-শৃংখলা যথাযথভাবে মেনে চলতে হবে।
- প্রশিক্ষণ চলাকালীন অন্য কোন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করতে পারবে না, অন্যতার প্রমাণ সাপেক্ষে প্রশিক্ষণ হতে তাকে বহিষ্কার করা হবে। ভর্তির পর হেচ্ছায় ভর্তি বাতিল বা অন্য কোন কারণে বহিষ্কার করা হলে অত্র কলেজের বিধান অনুযায়ী ক্ষতিপূরণ প্রদান করতে হবে।
- সিলেবাস / কারিকুলাম অনুযায়ী তাত্ত্বিক শিক্ষা এবং দিবা ও নৈশকালীন ব্যবহারিক প্রশিক্ষণে অংশগ্রহন করতে হবে।
- প্রশিক্ষণ শেষে চাকুরীর কোন নিশ্চয়তা প্রদান করা হবে না। তবে যোগ প্রাীিগণ আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিসে ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
বাস্তব প্রশিক্ষণের জন্য আমাদের রয়েছে সম্মিলিত সামরিক হাসপাতাল, রংপুর।
ভর্তি কার্যক্রম বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সিদ্ধান্তের উপর পরিবর্তনযোগ্য।