আমর্ড ফোর্সেস মেডিকেল কলেজ ও আর্মি মেডিকেল কলেজ ভর্তি ২০২৪

AFMC & AMC। AFMC:-আমর্ড ফোর্সেস মেডিকেল কলেজ। AMC:-আর্মি মেডিকেল কলেজ। আমর্ড ফোর্সেস মেডিকেল কলেজ (AFMC): এটি মুলত সরাসরি সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত প্রতিরক্ষা মন্ত্রনালয়ের অধীনস্ত সরকারি মেডিকেল কলেজ যেটি ঢাকা সেনানিবাসে অবস্থিত।আর্মি মেডিকেল কলেজ (AMC): সেনাবাহিনী পরিচালিত বেসরকারি মেডিকেল কলেজ। বর্তমানে দেশে ৫ টি AMC রয়েছে কুমিল্লা,রংপুর,বগুড়া,যশোর ও চট্রগ্রামে।

AFMC ও AMC বিষয়ক কিছু প্রশ্ন ও তার উত্তর

AFMC তে ২ টি ক্যাটাগরি বিদ্যমানঃ

  • ক.AFMC ক্যাডেটঃ এক্ষেত্রে ভর্তি পরীক্ষা দিতে এসএসসি ও এইচএসসি তে মোট GPA-৯.০০ পয়েন্ট প্রয়োজন হয়। এদের ক্ষেত্রে এমবিবিএস পাসের পর সামরিক বাহিনিতে যোগদান করা বাধ্যতামুলক নয়।
  • খ.AMC ক্যাডেটঃ এক্ষেত্রে ভর্তি পরীক্ষায় অংশ নিতে এসএসসি ও এইচএসসি তে মোট GPA-১০ পয়েন্ট পয়েন্ট প্রয়োজন। অর্থাৎ উভয় পরীক্ষায় জিপিএ ৫ থাকতে হবে। এরা এমবিবিএস পাসের পর সামরিক বাহিনিতে যোগদান করতে বাধ্য থাকে। AMC (আর্মি মেডিকেল কলেজ): এক্ষেত্রে আবেদনের যোগ্যতা এসএসসি ও এইচএসসি তে মোট ৯.০০ পয়েন্ট।

১. ভর্তি পরিক্ষা কিভাবে হয়?

  • উওরঃ আবেদন করার সময় (AFMC Cadet যারা আর্মিতে জয়েন করতে বাধ্য নয়) ও (AMC Cadet যারা আর্মিতে জয়েন করতে বাধ্য) এই দুই ক্যাটাগরির মধ্যে থেকে যেকোনো একটা সিলেক্ট করতে হয়। AMC Cadet সিলেক্ট করলে এক্সাম এর পরে মেডিকেল টেস্ট ও ভাইবা বোর্ডে উত্তীর্ণ হলে আইএসএসবি (ISSB) তে অংশ নিয়ে গ্রীন কার্ড অর্জন করতে হবে। দুই ক্যাটাগরিতেই একই প্রশ্নপত্রে, একই সময়ে ভর্তি পরীক্ষা হয়
  • AFMC Cadet ও AMC Cadet এর সাথে আর্মি মেডিকেল কলেজ গুলোও চয়েজ করা যায়, যার ফলে AFMC Cadet বা AMC Cadet এ চান্স না হলে আর্মি মেডিকেল গুলোয় সিরিয়াল আসে এবং তারপর মেডিকেল বোর্ড কর্তৃক নির্বাচিত হলে ভর্তি হওয়ার সুযোগ হয়।

২. পরীক্ষার মানবন্টন কেমন ও কত মার্ক পেলে চান্স হয়?

  • উওরঃ পদার্থ ৩০,
  • রসায়ন ৩০,
  • জীববিজ্ঞান ৩০,
  • সাধারণ জ্ঞান ৫ (বাংলাদেশ বিষয়ক),
  • ইংরেজি ৫
  • ভর্তি পরিক্ষায় সর্বমোট ১০০ মার্ক ও সার্টিফিকেট মার্ক (GPA Marks-২০০)
  • SSC*১৫=৭৫
  • HSC*২৫=১২৫
  • রেজাল্টে মার্ক শো করা হয়না। শুধুমাত্র রোল নাম্বার দেয়া হয়। তবে সাধারণত AFMC এর জন্য মার্কস বেশি লাগে । কারন, সাধারণত প্রশ্ন অনেক সহজ হয় আর কম্পিটিশন অনেক বেশি হয়।
  • সাধারণত সেইফ জোন ২৮০+ ধরা হয়ে থাকে।

৩. AFMC ও AMC তে সিট কয়টি ও পড়তে খরচ কেমন?

  • উওরঃAFMC তে সিট সংখ্যা ১২৫ টি।
  • ১০৫ টি AFMC ক্যাডেট,
  • ১০ টি AMC ক্যাডেট,
  • ১০ টি ফরেন ক্যাডেট।
  • মোট ১২৫ টি সিটের মধ্যে,

i. ৪০% সিট সামরিক বাহিনির সদস্যদের সন্তানদের জন্য,
ii. ২% সিট মুক্তিযোদ্ধা কোঠা,
iii. ১% সিট উপজাতি কোঠায় সংরক্ষিত।

  • অপরদিকে দেশের ৫ টি (AMC) আর্মি মেডিকেল কলেজের সিট সংখ্যা সর্বমোট ২৫০+ টি।
  • AFMC যেহেতু সেনাবাহিনী পরিচালিত সরকারি মেডিকেল এজন্য খরচ তুলনামূলক কম।
  • প্রতি মাসে টোটাল খরচ-১২,০০০/- হাজার টাকা
  • AFMC তে ভর্তি হবার সময় সামরিক বাহিনির সদস্য ও সরকারি চাকুরীজীবিদের সন্তানের ক্ষেত্রে প্রায় দেড় লক্ষ (১.৫) টাকা ও
  • সাধারণ মানুষের ক্ষেত্রে দুই লক্ষ (২) টাকা কশন মানি হিসেবে জামানত দিতে হয় যা MBBS শেষ করার পর ফেরত দেওয়া হয়।
  • তাছাড়া এর সাথে ৫০ হাজার টাকা সবাইকে দিতে যার মধ্যে, ১৫ হাজার ভর্তি ফি এবং প্রথম ৩ মাসের হোস্টেল, লন্ড্রি, খাওয়া, আউটফিট চার্জ।
  • এরপর প্রতি ৩ মাস পর পর প্রায় ৩৬,০০০/- হাজার টাকা করে দিতে হয়, (প্রতি মাসেও টাকা দেয়া যায়) যার ফলে কলেজ থেকে ৫ বেলা খাওয়া, কাপড়, লন্ড্রি থেকে শুরু করে সব সুযোগ সুবিধা প্রদান করা হয়।
  • অপরদিকে AMC যেহেতু সেনাবাহিনী পরিচালিত ★বেসরকারি★ প্রতিষ্ঠান এজন্য খরচ বেশি। ভর্তির সময় সামরিক ও সরকারি চাকুরীজীবিদের সন্তানের ক্ষেত্রে প্রায় ১৫ লক্ষ ও সাধারণ মানুষের ক্ষেত্রে প্রায় ১৮ লক্ষ টাকা দিতে হয়। এরপর প্রতি ৩ মাস পর পর একইভাবে যথাক্রমে প্রায় ৫৫,০০০/- ও ৫৮,০০০/- টাকা করে দিতে হয়।
  • প্রতিবছর প্রায় ২০,০০০ থেকে ২৫,০০০ পরিক্ষার্থী AFMC ও AMC তে ভর্তি পরিক্ষায় অংশ নেয় যা মুলত ঢাকা ক্যান্টনমেন্ট সহ (কুমিল্লা, রংপুর, চট্রগ্রাম, যশোর, বগুড়া) ক্যান্টনমেন্টে একযোগে ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

কমিউনিটি হেলথকেয়ার প্রভাইডার নিয়োগ পরীক্ষা - ৭৯৮ পদের পরীক্ষা ১১ নভেম্বর ২০২২

ঢাকা আর্মি নার্সিং কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ | আর্মড ফোর্সেস মেডিকেল ইন্সটিটিউট ভর্তি বিজ্ঞপ্তি

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে আর্মড ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউট (এএফএমআই) ১ম বর্ষ বিএসসি ইন নার্সিং কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি। …