AFMC & AMC। AFMC:-আমর্ড ফোর্সেস মেডিকেল কলেজ। AMC:-আর্মি মেডিকেল কলেজ। আমর্ড ফোর্সেস মেডিকেল কলেজ (AFMC): এটি মুলত সরাসরি সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত প্রতিরক্ষা মন্ত্রনালয়ের অধীনস্ত সরকারি মেডিকেল কলেজ যেটি ঢাকা সেনানিবাসে অবস্থিত।আর্মি মেডিকেল কলেজ (AMC): সেনাবাহিনী পরিচালিত বেসরকারি মেডিকেল কলেজ। বর্তমানে দেশে ৫ টি AMC রয়েছে কুমিল্লা,রংপুর,বগুড়া,যশোর ও চট্রগ্রামে।
AFMC ও AMC বিষয়ক কিছু প্রশ্ন ও তার উত্তর
AFMC তে ২ টি ক্যাটাগরি বিদ্যমানঃ
- ক.AFMC ক্যাডেটঃ এক্ষেত্রে ভর্তি পরীক্ষা দিতে এসএসসি ও এইচএসসি তে মোট GPA-৯.০০ পয়েন্ট প্রয়োজন হয়। এদের ক্ষেত্রে এমবিবিএস পাসের পর সামরিক বাহিনিতে যোগদান করা বাধ্যতামুলক নয়।
- খ.AMC ক্যাডেটঃ এক্ষেত্রে ভর্তি পরীক্ষায় অংশ নিতে এসএসসি ও এইচএসসি তে মোট GPA-১০ পয়েন্ট পয়েন্ট প্রয়োজন। অর্থাৎ উভয় পরীক্ষায় জিপিএ ৫ থাকতে হবে। এরা এমবিবিএস পাসের পর সামরিক বাহিনিতে যোগদান করতে বাধ্য থাকে। AMC (আর্মি মেডিকেল কলেজ): এক্ষেত্রে আবেদনের যোগ্যতা এসএসসি ও এইচএসসি তে মোট ৯.০০ পয়েন্ট।
১. ভর্তি পরিক্ষা কিভাবে হয়?
- উওরঃ আবেদন করার সময় (AFMC Cadet যারা আর্মিতে জয়েন করতে বাধ্য নয়) ও (AMC Cadet যারা আর্মিতে জয়েন করতে বাধ্য) এই দুই ক্যাটাগরির মধ্যে থেকে যেকোনো একটা সিলেক্ট করতে হয়। AMC Cadet সিলেক্ট করলে এক্সাম এর পরে মেডিকেল টেস্ট ও ভাইবা বোর্ডে উত্তীর্ণ হলে আইএসএসবি (ISSB) তে অংশ নিয়ে গ্রীন কার্ড অর্জন করতে হবে। দুই ক্যাটাগরিতেই একই প্রশ্নপত্রে, একই সময়ে ভর্তি পরীক্ষা হয়
- AFMC Cadet ও AMC Cadet এর সাথে আর্মি মেডিকেল কলেজ গুলোও চয়েজ করা যায়, যার ফলে AFMC Cadet বা AMC Cadet এ চান্স না হলে আর্মি মেডিকেল গুলোয় সিরিয়াল আসে এবং তারপর মেডিকেল বোর্ড কর্তৃক নির্বাচিত হলে ভর্তি হওয়ার সুযোগ হয়।
২. পরীক্ষার মানবন্টন কেমন ও কত মার্ক পেলে চান্স হয়?
- উওরঃ পদার্থ ৩০,
- রসায়ন ৩০,
- জীববিজ্ঞান ৩০,
- সাধারণ জ্ঞান ৫ (বাংলাদেশ বিষয়ক),
- ইংরেজি ৫
- ভর্তি পরিক্ষায় সর্বমোট ১০০ মার্ক ও সার্টিফিকেট মার্ক (GPA Marks-২০০)
- SSC*১৫=৭৫
- HSC*২৫=১২৫
- রেজাল্টে মার্ক শো করা হয়না। শুধুমাত্র রোল নাম্বার দেয়া হয়। তবে সাধারণত AFMC এর জন্য মার্কস বেশি লাগে । কারন, সাধারণত প্রশ্ন অনেক সহজ হয় আর কম্পিটিশন অনেক বেশি হয়।
- সাধারণত সেইফ জোন ২৮০+ ধরা হয়ে থাকে।
৩. AFMC ও AMC তে সিট কয়টি ও পড়তে খরচ কেমন?
- উওরঃAFMC তে সিট সংখ্যা ১২৫ টি।
- ১০৫ টি AFMC ক্যাডেট,
- ১০ টি AMC ক্যাডেট,
- ১০ টি ফরেন ক্যাডেট।
- মোট ১২৫ টি সিটের মধ্যে,
i. ৪০% সিট সামরিক বাহিনির সদস্যদের সন্তানদের জন্য,
ii. ২% সিট মুক্তিযোদ্ধা কোঠা,
iii. ১% সিট উপজাতি কোঠায় সংরক্ষিত।
- অপরদিকে দেশের ৫ টি (AMC) আর্মি মেডিকেল কলেজের সিট সংখ্যা সর্বমোট ২৫০+ টি।
- AFMC যেহেতু সেনাবাহিনী পরিচালিত সরকারি মেডিকেল এজন্য খরচ তুলনামূলক কম।
- প্রতি মাসে টোটাল খরচ-১২,০০০/- হাজার টাকা
- AFMC তে ভর্তি হবার সময় সামরিক বাহিনির সদস্য ও সরকারি চাকুরীজীবিদের সন্তানের ক্ষেত্রে প্রায় দেড় লক্ষ (১.৫) টাকা ও
- সাধারণ মানুষের ক্ষেত্রে দুই লক্ষ (২) টাকা কশন মানি হিসেবে জামানত দিতে হয় যা MBBS শেষ করার পর ফেরত দেওয়া হয়।
- তাছাড়া এর সাথে ৫০ হাজার টাকা সবাইকে দিতে যার মধ্যে, ১৫ হাজার ভর্তি ফি এবং প্রথম ৩ মাসের হোস্টেল, লন্ড্রি, খাওয়া, আউটফিট চার্জ।
- এরপর প্রতি ৩ মাস পর পর প্রায় ৩৬,০০০/- হাজার টাকা করে দিতে হয়, (প্রতি মাসেও টাকা দেয়া যায়) যার ফলে কলেজ থেকে ৫ বেলা খাওয়া, কাপড়, লন্ড্রি থেকে শুরু করে সব সুযোগ সুবিধা প্রদান করা হয়।
- অপরদিকে AMC যেহেতু সেনাবাহিনী পরিচালিত ★বেসরকারি★ প্রতিষ্ঠান এজন্য খরচ বেশি। ভর্তির সময় সামরিক ও সরকারি চাকুরীজীবিদের সন্তানের ক্ষেত্রে প্রায় ১৫ লক্ষ ও সাধারণ মানুষের ক্ষেত্রে প্রায় ১৮ লক্ষ টাকা দিতে হয়। এরপর প্রতি ৩ মাস পর পর একইভাবে যথাক্রমে প্রায় ৫৫,০০০/- ও ৫৮,০০০/- টাকা করে দিতে হয়।
- প্রতিবছর প্রায় ২০,০০০ থেকে ২৫,০০০ পরিক্ষার্থী AFMC ও AMC তে ভর্তি পরিক্ষায় অংশ নেয় যা মুলত ঢাকা ক্যান্টনমেন্ট সহ (কুমিল্লা, রংপুর, চট্রগ্রাম, যশোর, বগুড়া) ক্যান্টনমেন্টে একযোগে ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়।