আর্মি আইবিএ ভর্তি পরীক্ষার যোগ্যতা ও সিলেবাস ২০২৪

AIBA ( Amry Institute of Business Administration). Army IBA বাংলাদেশ সেনাবাহিনী নিয়ন্ত্রিত একটি উদীয়মান IBA। AIBA -মূলত দুইটা।একটা ঢাকার সাভার ক্যান্টনমেন্টে অবস্থিত। আরেকটা সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্টে অবস্থিত। An Affiliated Institute of Bangladesh University of professional – BUP

Army IBA(Sylhet) ভর্তি পরীক্ষার সার্কুলার প্রকাশিত হয়েছে। প্রাথমিক আবেদনের জন্য কোনো অর্থের প্রয়োজন নেই, বিনামূল্যে প্রাথমিক আবেদন সম্পুর্ণ করতে পারবে সবাই। অনলাইনে আবেদন চলবে ১০ এপ্রিল পর্যন্ত। প্রাথমিকভাবে সিলেকশন হওয়ার পরে নগদে ১০০০ টাকা পেমেন্ট করতে হবে। প্রাথমিক আবেদনকারীদের মধ্য থেকে আবেদন যাচাইয়ের পর ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ প্রথম ৫ হাজার শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষার সুযোগ দেয়া হবে।বাংলাদেশ সেনাবাহিনী নিয়ন্ত্রিত দেশের প্রথম IBA -Army IBA

আরও পড়ুনঃ আর্মি আইবিএ সার্কুলার ২০২৪

আর্মি আইবিএ ভর্তির আবেদন যোগ্যতাঃ

  • SSC তে ন্যূনতম জিপিএ 3.50 এবং
  • HSC তে ন্যূনতম জিপিএ 3.25 সহ
  • সর্বমোট জিপিএ 7.00 থাকতে হবে।
  • এখানে বিজ্ঞান‌, মানবিক এবং ব্যবসা শিক্ষা বিভাগের সকল শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দিতে পারে।

আর্মি আইবিএ ভর্তি পরীক্ষার ধরনঃ

  • ৮০ নম্বর (MCQ) এবং সময়: ১ ঘণ্টা।
  • পরীক্ষার বিষয়বলি =গণিত ও সাধারণ প্রবণতা(২৫ নম্বর), সাধারণজ্ঞান (২৫ নম্বর) ও ইংরেজি (৩০ নম্বর)
  • জিপিএ-১০
  • ভাইভা-১০
  • টোটাল -১০০ মার্কের পরীক্ষা

Army IBA একটি অটোনোমাস পাবলিক ইনস্টিটিউট, যেটি BUP এর অধীনে। Bangladesh University of Professional (BUP) বাংলাদেশের ৩১ তম পাবলিক বিশ্ববিদ্যালয় এবং Army IBA তারই একটি পাবলিক ইনস্টিটিউট। Army IBA হলো BUP এর অন্যান্য ইনস্টিটিউট যেমন: MIST,Amry Medical College,Armed forces Medical College,(PISER) এর মতই একটি ইনস্টিটিউট।

সেনা নিয়ন্ত্রিত হওয়ায় এখানে কোন ছাত্র রাজনীতি এবং সেশনজট নেই।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

কমিউনিটি হেলথকেয়ার প্রভাইডার নিয়োগ পরীক্ষা - ৭৯৮ পদের পরীক্ষা ১১ নভেম্বর ২০২২

কুমিল্লা আর্মি নার্সিং কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪

আর্মি নার্সিং কলেজ কুমিল্লা (সম্পূর্ণ আবাসিক) ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি। Army …