বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল ৩য় বর্ষ চূড়ান্ত পরীক্ষার প্রবেশপত্র ২০২৩। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অধীনে আগামী ১৩ মার্চ ২০২৩ খ্রি. অনুষ্ঠিতব্য ০৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ০৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের ৩য় বর্ষের চূড়ান্ত পরীক্ষার প্রবেশপত্র ও হাজিরাপত্র ০৭-১২ মার্চ ২০২৩ খ্রি. কাউন্সিলের সফটওয়্যারে প্রবেশ করে প্রিন্ট করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল ৩য় বর্ষ চূড়ান্ত পরীক্ষার প্রবেশপত্র ২০২৩
প্রবেশপত্র (Admit Card) প্রিন্ট করার নিয়মঃ
(১) স্ব-স্ব প্রতিষ্ঠানের User ID ও Passward ব্যবহার করে কাউন্সিলের সফটওয়্যার থেকে প্রবেশপত্র প্রিন্ট করতে পারবেন।
(২) সফটওয়্যারে প্রবেশ করে Examination Management → Apply Final Exam
View Final Exam→ Action Button এর নিচে All Select (/) Action: Admit Card Print Select Go: Click =Print.
(৩) প্রতিটি প্রবেশপত্র পৃথক পাতায় ন্যূনতম ৮০ গ্রাম A-4 সাইজের সাদা অফসেট কাগজে রঙ্গিন প্রিন্ট করতে হবে।
(৪) প্রবেশপত্র গুরুত্বপূর্ণ ডকুমেন্ট বিধায় তা রেজিস্টার বহিতে লিপিবদ্ধ করে পরীক্ষার্থীর নিকট স্বাক্ষর গ্রহণ করে বিতরণ করতে হবে। শিক্ষার্থীকে অবশ্যই প্রবেশপত্র সংরক্ষণ করতে হবে।
(৫) পরীক্ষার হলে শিক্ষার্থী নিবন্ধন (স্টুডেন্ট রেজিস্ট্রেশন কার্ড), অকৃতকার্য পরীক্ষার প্রবেশপত্র (প্রযোজ্য ক্ষেত্রে) এবং বর্তমান পরীক্ষার প্রবেশপত্রের মূলকপি সঙ্গে রাখতে হবে এবং দায়িত্ব পালনকারিকে প্রদর্শন করতে হবে।
(৬) পরীক্ষার পূর্বেই শিক্ষার্থীকে পরীক্ষার নিয়মাবলী/ নির্দেশাবলী অবহিত করতে হবে ।
হাজিরাপত্র (Attendents Sheet) প্রিন্ট করার নিয়মঃ
(১) পরীক্ষার কেন্দ্রসমূহঃ নার্সিং কলেজ/ইনস্টিটিউটের UserID ও Passward ব্যবহার গুগল ক্রম (Google Chrome ) ব্রাউজারের ব্যবহার করে http://bncdb.bnmc.gov.bd সফটওয়্যার হতে হাজিরাশিট প্রিন্ট করতে হবে।
(২) সফটওয়্যারে প্রবেশ করে Examination Management → Apply Final Exam→ Attendence Sheet
Print → Print Attedence বাঁটনে ক্লিক করতে হবে।
(3) Exam Year অপশনে কোর্সের নাম এবং Written অপশন সিলেক্ট করলে লিখিত পরীক্ষার হাজিরা শিট প্রিন্ট করা যাবে, Written ও Practical অপশন সিলেক্ট করলে ব্যবহারিক পরীক্ষার হাজিরা শিট প্রিন্ট হবে। প্রিন্ট ভিউ আসার পরে ডানপাশে more settings হতে পেপার সাইজ A4, Margins = Default, Scale = Custom (70) করে মার্জিন ঠিক করে একই প্রক্রিয়ায় প্রিন্ট করতে হবে।
(৪) পরীক্ষার্থীর প্রকৃত পরিচয় নিশ্চিত হওয়ার জন্য ইনভিজিলেটরগণ প্রবেশপত্রের ছবি ও স্বাক্ষরকৃত হাজিরা শিট এবং পরীক্ষার্থীর চেহারার সাথে মিলিয়ে দেখবেন।