BEPZA আর BEZA এর পার্থক্য কি? বাংলাদেশে যে EPZ গুলো আছে তাদের কনট্রোলিং অথরিটি হল বেপজা। আর বাংলাদেশে সরকার ১০০ টি ইকোনোমিক জোন করার যে উদ্যোগ নিয়েছে সেগুলোর কন্ট্রোলিং অথরিটি হল বেজা। EPZ গুলাতে মূলত রপ্তানি ভিত্তিক ইন্ডাস্ট্রি থাকে যারা বিশেষ সুযোগ সুবিধা ভোগ করে। অন্যদিকে ইকোনোমিক জোনে রপ্তানি ও দেশে সরবরাহকারী উভয় ধরনের প্রতিষ্ঠান থাকে।
BEPZA যদিও মিরশরাইয়ে SEZ এর মধ্যে একটা BEPZA ইকোনমিক জোন করতেছে, তবে বেপজার মূল মডেল হচ্ছে EPZ। সামনে হয়ত এই দুই প্রতিষ্ঠান মিরসরাইয়ের মত কলাবরেশনে আরো কাজ করবে।