ব্যাংক ভাইভা-এর ড্রেসকোড। ব্যাংক ভাইভা ড্রেসকোড ও ব্যাংক ভাইভা প্রস্তুতি বাংলাদেশ ব্যাংকে কয়েকটা ভাইভা অভিজ্ঞতার আলোকে যা যা মনে আসলো লিখলাম।
ব্যাংক ভাইভা ছেলেদের পোশাকঃ
ছেলেরা ফুলহাতা শার্ট পড়বেন। সাদা রঙের শার্ট সবচেয়ে বেশি মার্জিত। অন্য রঙের শার্টও পড়তে পারেন ( তবে হালকা রঙের)। প্যান্টের ক্ষেত্রে, অবশ্যই ফরমাল প্যান্ট পড়বেন। প্যান্টের রঙ কালোটাই বেশি মানানসই।
এবং শার্ট ও প্যান্টের সঙ্গে মানানসই টাই পড়বেন।
গরমে কোট পড়া নিয়ে অনেকেরই বিভিন্ন প্রশ্ন থাকে, সেক্ষেত্রে মানানসই রঙের কোট পড়লে ভালো ( ভাইভা কক্ষে এসি থাকে) , না পড়লে সমস্যা নেই।তবে টাই অবশ্যই পড়বেন।
সু( জুতার) ক্ষেত্রে স্টাইলিশ সু পছন্দ না করাই ভালো। ফরমাল সু পছন্দের ক্ষেত্রে কালো রঙের সু পড়বেন। কোমরের বেল্ট ও সু ম্যাচিং করে পড়বেন। সু(জুতা) কালো হলে বেল্টও কালো পড়বেন।
মাথার চুল ২/৩ দিন আগেই সেলুনথেকে কেটে ছোট করে নিবেন। দাঁড়ি সেভ করে যাবেন। আর ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দাঁড়ি রাখলে ভালো কথা।কিন্তু দাঁড়ির কোনো স্টাইল করা যাবে না। আর ফরমাল ঘড়ি পরবেন।হাতের নখ ছোট রাখবেন।
ব্যাংক ভাইভা মেয়েদের পোশাকঃ
মেয়েরা শাড়ী অথবা থ্রী পিস পড়তে পারেন৷ তবে শাড়ী পড়াই ভালো। থ্রী পিস পড়লেও সমস্যা নেই তবে জামার কালার যাতে হালকা হয়। এবং শাড়ীর কালার হালকা গোলাপী বা নীল রঙ এর বেছে নিতে পারেন। অন্য কালার হলেও বেশি গরজিয়াস যাতে না হয়।
হাত ঘড়ি পড়বেন। নখে নেইল পলিস ব্যবহার না করাই ভালো। হাতের নখ ছোট রাখবেন। এবং শাড়ীর সাথে ম্যাচ করে কানের হালকা কানের দুল পড়বেন।
সু( জুতার) এর ক্ষেত্রে মেয়েরা শাড়ী বা থ্রী পিসের সাথে মানানসই জুতা পড়বেন। তবে হাই হিল না পড়াই ভালো।
কপিরাইট – আব্দুল কাইয়ুম