ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ হতে ২০২১ সনের অনার্স ৪র্থ বর্ষ চূড়ান্ত পরীক্ষায় CGPA- পেয়ে ( ফলাফল সমন্বয়সহ) উত্তীর্ণ শিক্ষার্থীদের মাস্টার্স শেষপর্ব ভর্তি আগামী ০২/০৩/২০২৩ তারিখ থেকে ০৯/০৩/২০২৩ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে।
বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩
বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ মাস্টার্স ভর্তি ফি জমাঃ
কলেজের ওয়েবসাইট bbggc.gov.bd-এ লগইন করে Master’s Final Admission Form পূরণপূর্বক https://sbl.com.bd:7070/SevenCollege/Payment লিংকে Admission অপশনে প্রয়োজনীয় তথ্য প্রদান সাপেক্ষে ফি পরিশোধ করে Payment Slip ৪র্থ বর্ষের ফল (Result) এর কপি ও অন্যান্য কাগজ ০২ (দুই) সেট নিজ নিজ বিভাগে জমা দিতে হবে। অন্যথায় ভর্তি কার্যকর হবে না।
বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ মাস্টার্স শেষ পর্বে ভর্তি ফিঃ
- এম.এ ও এমএসএস ৪,১৯৯/- (চার হাজার একশত নিরানব্বই) টাকা মাত্ৰ ৷
- এমএসসি – ৪,২৯৯/- (চার হাজার দুইশত নিরানব্বই) টাকা মাত্র ।
বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ সেমিনার ফিঃ
- বিজ্ঞান বিভাগ- ৫৫০/-
- কলা ও সামাজিক বিজ্ঞান বিভাগ- ৪০০/-
- সেমিনার ফি নিজ নিজ বিভাগে জমা দিতে হবে।
বি:দ্র: পেমেন্ট সংক্রান্ত সমস্যা হলে অফিসের ১১৪ নং কক্ষে যোগাযোগের জন্য নির্দেশ প্রদান করা
হলো।