বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ হতে ২০২১ সনের অনার্স ৪র্থ বর্ষ চূড়ান্ত পরীক্ষায় CGPA- পেয়ে ( ফলাফল সমন্বয়সহ) উত্তীর্ণ শিক্ষার্থীদের মাস্টার্স শেষপর্ব ভর্তি আগামী ০২/০৩/২০২৩ তারিখ থেকে ০৯/০৩/২০২৩ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে।

বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩

image

 

বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ মাস্টার্স ভর্তি ফি জমাঃ

কলেজের ওয়েবসাইট bbggc.gov.bd-এ লগইন করে Master’s Final Admission Form পূরণপূর্বক https://sbl.com.bd:7070/SevenCollege/Payment লিংকে Admission অপশনে প্রয়োজনীয় তথ্য প্রদান সাপেক্ষে ফি পরিশোধ করে Payment Slip ৪র্থ বর্ষের ফল (Result) এর কপি ও অন্যান্য কাগজ ০২ (দুই) সেট নিজ নিজ বিভাগে জমা দিতে হবে। অন্যথায় ভর্তি কার্যকর হবে না।

image

বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ মাস্টার্স শেষ পর্বে ভর্তি ফিঃ

  • এম.এ ও এমএসএস ৪,১৯৯/- (চার হাজার একশত নিরানব্বই) টাকা মাত্ৰ ৷
  • এমএসসি – ৪,২৯৯/- (চার হাজার দুইশত নিরানব্বই) টাকা মাত্র ।

বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ সেমিনার ফিঃ

  • বিজ্ঞান বিভাগ- ৫৫০/-
  • কলা ও সামাজিক বিজ্ঞান বিভাগ- ৪০০/-
  • সেমিনার ফি নিজ নিজ বিভাগে জমা দিতে হবে।

 

বি:দ্র: পেমেন্ট সংক্রান্ত সমস্যা হলে অফিসের ১১৪ নং কক্ষে যোগাযোগের জন্য নির্দেশ প্রদান করা
হলো।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

সাত কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কী সাত কলেজে মাস্টার্স করা যায়?

ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ফাইনাল ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। অনেকে জানতে চেয়েছেন জাতীয় …