web tracker
Breaking News

নতুনদের নিয়োগ দেবে আরএফএল গ্রুপ

 

আরএফএল গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ট্রেইনি এক্সিকিউটিভ—এমআইএস পদে ১০ জনকে নিয়োগ দেবে। পদটিতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

পদের নাম ট্রেইনি এক্সিকিউটিভ—এমআইএস

যোগ্যতা প্রার্থীকে কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা উত্তীর্ণ হতে হবে। অনভিজ্ঞ প্রার্থীরা এই পদে আবেদনের সুযোগ পাবেন। আলোচনা সাপেক্ষে বেতন নির্ধারিত হবে। নির্বাচিত প্রার্থীকে বাংলাদেশের যেকোনো জায়গায় নিয়োগ দেওয়া হবে। এই পদে আবেদনের জন্য বয়সের কোনো সীমাবদ্ধতা নেই।

আবেদন প্রক্রিয়া আগ্রহী প্রার্থীরা অনলাইনে জাগোজবস ডটকমের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা আগামী ২৮ ফেব্রুয়ারি, ২০১৮ পর্যন্ত আবেদন করা যাবে।

খুব সহজে নিজ শহরে চাকরি খুঁজতে সম্ভব এপস ডাউনলোড করুন!

এপস ডাউনলোড লিংক

About Jahidul Islam

jahidul Islam palash BBA complete Comilla victory college.

Check Also

dgfp Sirajganj Admit Card Download 2022 - dgfpsir.teletalk.com.bd

LGED প্রবেশপত্র ডাউনলোড ২০২৩ – lged.teletalk.com.bd

এতদ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় রাজস্ব কাঠামোভুক্ত  শূন্য পদে …

আমেরিকান ডিভি লটারিতে নিজেই আবেদন ফর্ম পূরণ করুন। DV Apply Now