সাত কলেজ ভর্তি পরীক্ষার সিলেবাস ও প্রস্তুতি ২০২৩

সাত কলেজ অনেক পাবলিক ভার্সিটির তুলনায়ও খুবই ভালো মানের। এখানে আপনি অনেক সুবিধা পাবেন। তবে চান্স পাওয়াটা মোটেই সহজ কাজ নয়। প্রচুর পড়াশোনা করতে হবে। তবে প্রশ্ন সহজ হয়। ১০০ এর মধ্যে ৫৫+ পেলে চান্স হবেই। টোটাল ১২০ এর মধ্যে ৭৫+ রিস্কমুক্ত যোন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের ভর্তির জন্য বিস্তারিত তথ্য: গত বছরের সার্কুলার অনুযায়ী। কোন কিছু আপডেট হলে জানিয়ে দেয়া হবে। (Negative Mark নেই)। MCQ পদ্ধতিতে মোট ১০০ নম্বরের পরিক্ষা হবে। পাশ মার্ক ৪০ নম্বর। ৪০ না পেলে ভর্তির জন্য বিবেচিত হবে না। বিষয় ভিত্তিক আলাদা ভাবে পাশ করতে হবে না।

সাত কলেজ ভর্তি পরীক্ষার মানবণ্টন ২০২৩ঃ

ক- ইউনিট ( বিজ্ঞান বিভাগ)

  • পদার্থ বিজ্ঞান -২৫
  • রসায়ন -২৫
  • উচ্চতর গনিত -২৫
  • জীববিজ্ঞান-২৫
  • (চতুর্থ বিষয়ের পরিবর্তে বাংলা/ ইংরেজি বিষয়ে পরীক্ষা দিতে পারবেন)

খ -ইউনিট( মানবিক বিভাগ)

  • বাংলা -২৫
  • ইংরেজি-২৫
  • সাধারন জ্ঞান-৫০

গ – ইউনিট ( ব্যবসায় শিক্ষা বিভাগ)

  • বাংলা-২০
  • ইংরেজি -২০
  • হিসাববিজ্ঞান-২০
  • ব্যবসায় নীতি ও প্রয়োগ -২০
  • মার্কেটিং/ ফিন্যান্স এন্ড ব্যাংকিং-২০
    .

পরীক্ষা হবে ১০০ মার্কের। কোন নেগেটিভ মার্কিং নেই। SSC ও HSC রেজাল্টের উপর ২০ নাম্বার থাকবে। পরীক্ষার সময় ১ ঘন্টা। পরীক্ষা হবে MCQ পদ্ধতিতে। প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য ১ নাম্বার।

৭ কলেজে ভর্তির আবেদনের যোগ্যতা:

  • বিজ্ঞান ৭.০০
  • বাণিজ্য ৬.৫
  • মানবিক ৬.০০

৭ কলেজে ভর্তি পরীক্ষার মান বন্টনঃ

  • মোট নাম্বার ১২০, তার মধ্যে MCQ পরীক্ষা ১০০ মার্কের এবং বাকী ২০ নাম্বার SSC ও HSC এর নাম্বারের উপর।
  • স্ব স্ব ইউনিট থেকে পরিক্ষা দিতে হবে। অর্থাৎ বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা শুধু ক ইউনিটে, ব্যবসায় শিক্ষা শিক্ষার্থীরা শুধু গ-ইউনিটে, এবং মানবিক বিভাগের শিক্ষার্থীরা শুধু খ-ইউনিটে পরীক্ষা দিতে পারবে।
  • ৭ কলেজের মধ্যে ২ টি শুধু মেয়েদের কলেজ : ইডেন ও বদরুন্নেসা কলেজ, ১টি শুধু ছেলেদের কলেজ : ঢাকা কলেজ এবং বাকী ৪ টি কলেজে ছেলে – মেয়ে উভয়ই আছে।

৭ কলেজে ভর্তির আসন সংখ্যাঃ

  • ২০২১-২২ সার্কুলার অনুযায়ী সাত কলেজে মোট আসন সংখ্যা ২১,৫৯৩টি।
  • বিজ্ঞান ইউনিটে ৬,৫৫০টি
  • বানিজ্য ইউনিটে ৫,৩১০টি
  • কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ৯,৭৮৩টি

৭ কলেজে ভর্তির আবেদন সংখ্যাঃ

  • ২০২১-২২ শিক্ষাবর্ষে ২১,৫৯৩ টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ১,০৪,৩৫৫ টি।

 

৭ কলেজে ভর্তির নাম্বার বন্টনঃ

  • ১২০ নম্বরে পরীক্ষা হবে। ১০০ নম্বরে এমসিকিউ থাকবে। ১০০ এর মধ্যে ৪০ পেলে মেরিট লিস্টে নাম আসবে। বাকি ২০ থাকবে এইচএসসি এসএসসি রেজাল্টের উপর। তবে সাবজেক্ট পেতে হলে আপনার ১২০ মার্কের মধ্যে সর্বনিম্ন ৬৫ থেকে ৭০+ পেতে হবে।

সাত কলেজ ভর্তি পরীক্ষার সিলেবাস ২০২৩ঃ

  • সাত কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্ন করে ঢাবির শিক্ষকরা। তবে ঢাবির প্রশ্নের মতো এতোটা কঠিন হয় না। ঢাবির প্রশ্ন ব্যাংক এবং সাত কলেজের প্রশ্ন ব্যাংক সলভ করলে সাত কলেজের ৫০% প্রস্তুতি সম্পুর্ন হয়ে যাবে।
  • এছাড়া সাত কলেজে সাম্প্রতিক প্রশ্ন অনেক বেশি আসে এমনকি পরীক্ষার এক সপ্তাহ আগের সাম্প্রতিকও আসে। আইসিটি থেকেও ৩-৪টা প্রশ্ন হয়।
  • অনেকেই মনে করে ৪০ পেয়ে সাত কলেজে পাশ করতে পারলেই চান্স হয়ে যাবে। যারা এরকম ভাবতেছেন তারা ভুলের মধ্যে আছেন।
  • কেননা গত বছর ৪৫+ পেয়েও কোথাও সাবজেক্ট আসেনাই। আপনি যদি আপনার পছন্দের কলেজ এবং সাবজেক্ট পেতে চান তাহলে অবশ্যই আপনাকে ২ হাজার মেরিটের মধ্যে থাকতে হবে।
  • ২ হাজার মেরিটের মধ্যে থাকতে হলে অবশ্যই ৭৫ থেকে ৮০+ লাগবে পাওয়া লাগবে।

 

এই ছিল পরীক্ষার আগের সকল তথ্য। পরবর্তীতে কিভাবে সাবজেক্ট চয়েস দিতে হবে তা বলে দিব।

ঢাবি অধিভুক্ত ৭ কলেজগুলো হলোঃ

  1. ঢাকা কলেজ
  2. ইডেন মহিলা কলেজ
  3. সরকারি তিতুমীর কলেজ
  4. বেগম বদরুন্নেসা কলেজ
  5. কবি নজরুল কলেজ
  6. সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ
  7. সরকারি বাঙলা কলেজ

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

সাত কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কী সাত কলেজে মাস্টার্স করা যায়?

ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ফাইনাল ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। অনেকে জানতে চেয়েছেন জাতীয় …