ডিগ্রি ৩য় বর্ষ ফলাফল সমস্যা ও সমাধান ২০২৪

ডিগ্রি ৩য় বর্ষের ফলাফল যারা পেয়েছেন। পোস্টটি অবশ্যই পড়বেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২১ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফলাফল অদ্য ২২/০২/২০২৪ তারিখ রাত ৮:০০টায় প্রকাশ করা হবে । সারা দেশের ৭০২ টি কেন্দ্ৰে ১৮৮৪ টি কলেজের সর্বমোট ১,৩৯,১২৩ জন (নিয়মিত, অনিয়মিত ও মান উন্নয়নসহ) পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেছে । আগামী ১০-১৫ দিনের মধ্যে ডিগ্রির ৩ বছরের সমন্বিত ফলাফল(CGPA) প্রকাশ করা হবে।

 

আরও পড়ুন:

 

ডিগ্রি ৩য় বর্ষ ফলাফল সমস্যা ও সমাধান ২০২৪

329052141-1537994176723958-389320722573225218-n

 

যাদের ফলাফলে এক বা একাধিক বিষয়ে F আসছে। সেক্ষেত্রে, পরের সেশন (২০১৯- ২০ শিক্ষাবর্ষ) এর সাথে পরীক্ষার ফরম পূরণ করে করে পরীক্ষা দিতে পারবেন। আগামী ১০-১৫ দিনের মধ্যে ডিগ্রির ৩ বছরের সমন্বিত ফলাফল(CGPA) প্রকাশ করা হবে। আপডেট পেতে চোখ রাখুন।

Ab=Absent: পরীক্ষায় অংশগ্রহণ করেও যদি “Absent” আসে তবে, কলেজে যোগাযোগ করে বিষয়টি জানাবেন! কলেজের পরামর্শ নিয়ে, পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর আবেদন করতে হবে এবং যেই কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করছিলেন, সে কেন্দ্রের উপস্থিতিপত্র সংগ্রহ করে অধ্যক্ষের স্বাক্ষর নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অফিসে জমা দিতে হবে।

Marks Withheld/Withheld For Incourse আসলে অবশ্যই কলেজে যোগাযোগ করে বিষয়টি জানাবেন। সাধারণত ইনকোর্স পরীক্ষার নম্বর পাঠানো নাহ হলে Withheld For Incourse আসে। ইনকোর্স পরীক্ষা দেওয়ার পরও এই লিখা আসলে কলেজে যোগাযোগ করে আবেদনে কলেজ অধ্যক্ষের স্বাক্ষর নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অফিসে জমা দিতে হবে।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

অনার্স ৪র্থ বর্ষের সিজিপিএ সমস্যা ও সমাধান

জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশ বোর্ড ২০২৪ – NU Recent Notice 2024

জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশ বোর্ড ২০২৪ মূলত ২০২৪ সালের সকল নোটিশ প্রচার করবে। জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের …