মাস্টার্স করবেন কোন সাবজেক্টে? যে সাবজেক্টে দেশে জব বেশি সেই সাবজেক্টে স্পেশালাইজেশন/মাস্টার্স করা উচিত। আপনার টার্গেট যদি IELTS করে বিদেশ হয় তবে নিজের অনার্সের বিষয়ে মাস্টার্স করুন। আর যদি দেশে জব খুঁজতে চান সরকারি জবের পাশাপাশি তাহলে।
– Masters in Environmental Science
– Masters in Disaster Management
– Masters in Development Studies
– Masters in Agriculture
– Masters in Business Administration
বিষয়গুলিকে প্রাধান্য দিতে পারেন। সেই সাথে কিছু Post Graduate ডিপ্লোমাকেও গুরুত্ব দেয়া উচিত যেমনঃ
– Diploma in Project Management
– Diploma in Supply Chain Management
– Diploma in Monitoring & Evaluation
– Diploma in Medicine
যেমনঃ ধরুন, আপনি যদি ফিসারীজে অনার্স নিয়ে সাপ্লাই চেইনে ডিপ্লোমা করেন তাহলে 50K বেতনের VSF পদে আপনার প্রাধান্য থাকার কথা। আবার মেডিসিনে করলে 40K বেতনের TSO পদে, দূর্যোগে করলে Emergency Project গুলিতে 75K বেতনের TO পদে, মনিটরিঙে করলে বিভিন্ন প্রজেক্টের 60K বেতনের MEAL বা MIS পদে…. ইত্যাদি।
সব সময় মনে রাখতে হবে মাস্টার্স একটি অর্নামেন্টাল বা অলংকারের মত ডিগ্রী; থাকলেও চলে, না থাকলেও চলে। সম্পূর্ণ নির্ভর করবে আপনার ভবিষ্যৎ প্লানিং এর উপর। আপনি ২০টা বিষয়ে মাস্টার্স করতে পারেন আপনার মনের ইচ্ছা অনুযায়ী। এখানে কারো বাধা দেওয়ার কিছু নেই। আমি এমন বড় ভাইকে চিনি যিনি বিদেশে গিয়ে স্কলারশিপ-এ MSc করেছেন পরপর ৩বার অর্থাৎ তিনি পড়াশোনা করেন আর টাকা দেয় সরকার। সুতরাং ভেবে দেখুন কি করলে আপনার লাভ হবে।
আমি এমন একজন ফিসারিজ অনার্স মাস্টার্স First Class First কে চিনি যাকে ডিপার্টমেন্টে শিক্ষক হিসেবে না নেবার পর তিনি একটি দূর্যোগের উপর Post গ্রাজুয়েট ডিপ্লোমা করেছেন এবং বর্তমানে করছেন MA করছের প্রজেক্ট ডেভলপমেন্টে…… ৩৫ বছর বয়সেই তার স্যালারি প্রায় লাখের কাছাকাছি।
সুতরাং? যে বিষয়ে জব বেশি; সুযোগ অনুযায়ী সেবিষয়েই মাস্টার্স করা ভাল।
নয়তো…..
এম শাহানুল ইসলাম এর ফেসবুক পোষ্ট থেকে সংগৃহীত