একাদশ শ্রেণির ভর্তির ২য় পর্যায়ের আবেদন শুরু হয়েছে, যা চলবে ১০/০১/২০২৩ তারিখ রাত ৮ ঘটিকা পর্যন্ত। ফলাফল ১২ জানুয়ারি রাত ৮ টায়। যারা ১ম পর্যায়ে আবেদন করেননি বা চান্স পেয়েও ভর্তি কনফার্ম করেননি তাদের শুরুতে ১৫০/- ফি বিকাশ /নগদে পেমেন্ট করতে হবে। এরপর ওয়েবসাইট ‘Apply Now ‘ বাটনে ক্লিক করে আবেদন সম্পন্ন করবেন। আবেদনের সময় ৫-১০ টি কলেজ চয়েস দিতে হবে।
ওয়েবসাইট লিংকঃ http://xiclassadmission.gov.bd
একাদশ শ্রেণি ভর্তির ২য় পর্যায়ের আবেদন ২০২৩
যারা ১ম পর্যায়ে কলেজ পাইনি,তারা শুধু ওয়েবসাইটে প্রবেশ করে ৫-১০ টি কলেজ নতুন করে চয়েস দিবেন! নতুন করে ফি দিতে হবে নাহ।
১ম পর্যায়ের নির্বাচনের নিশ্চায়ন যারা নিশ্চয়ন করেছেন তাদের মাইগ্রেশান ফলাফল দিবে ১২ জানুয়ারি এবং ১৮ জানুয়ারি ২ বার।