একাদশ শ্রেণীর ৪র্থ পর্যায় আবেদন বিজ্ঞপ্তি ২০২৩

একাদশ শ্রেণীর ৪র্থ পর্যায় আবেদন বিজ্ঞপ্তি ২০২৩। শেষ একবার কলেজে ভর্তির সুযোগ দিলো শিক্ষা বোর্ড। নতুন করে ৫-১০ টি কলেজে আবেদন করা যাবে আগামী ৬ ফেব্রুয়ারী থেকে ৮ ফেব্রুয়ারী রাত ৮ টা পর্যন্ত। ৪র্থ আবেদনের ফলাফল প্রকাশ হবে ১২ ফেব্রুয়ারী রাত ৮ঃ০০ টায়। ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে সর্বশেষ ৪র্থ পর্যায়ে Online- এর মাধ্যমে ভর্তির আবেদন,
প্রকাশ, নিশ্চায়ন ও কলেজে ভর্তির সময়সূচি। শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন কলেজের অধ্যক্ষগণের আবেদনের প্রেক্ষিতে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে Online- এর মাধ্যমে ভর্তির লক্ষ্যে পুনরায় ৪র্থ (সর্বশেষ) ধাপে আবেদন গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

 

এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকসহ সকলকে নিম্নোক্ত সময়সূচি অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো । আবেদন পদ্ধতি শিক্ষা বোর্ডসমূহের নির্ধারিত ভর্তি ওয়েবসাইট www.xiclassadmission.gov.bd তে প্রদত্ত পূর্ণাঙ্গ নির্দেশিকা অনুসরণ করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের কলেজে বিদ্যমান আসন সংখ্যা দেখে সর্বনিম্ন ০৫(পাঁচ)টি এবং সর্বোচ্চ ১০ (দশ)টি কলেজে আবেদন করতে হবে।

 

একাদশ শ্রেণীর ৪র্থ পর্যায়ের যে সকল আবেদনকারীঃ

  • ক) পূর্বে কখনো আবেদন করেনি বা আবেদন করেও কলেজে চান্স পায়নি; কিংবা,
  • খ) কলেজে চান্স পেয়েও ভর্তি হয়নি তারা ৪র্থ ও সর্বশেষ আবেদন করতে পারবেন।

 

একাদশ শ্রেণীর ৪র্থ পর্যায় আবেদন বিজ্ঞপ্তি ২০২৩

327905094-1379609412778172-773603124742871225-n

 

বিঃদ্ৰঃ উল্লেখ্য, “২০২২-২৩ শিক্ষাবর্ষ একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা- ২০২২” অনুসরণপূর্বক অনলাইন ব্যতীত ম্যানুয়ালি
কোন ভর্তি করা হবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক ও শিক্ষার্থীদের পুনরায় অবহিত করা যাচ্ছে।

 

 

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা 2022

xi class admission result 2023 – 2nd merit list

xi class admission result 2022 – 2nd merit list of college admission published. xi class …