একাদশ শ্রেণির ভর্তির শেষ মাইগ্রেশান রেজাল্ট এবং ৩য় পর্যায়ে আবেদনের রেজাল্ট একসাথে ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। অনলাইনে ভর্তির ফলাফল দেখবেন যেভাবে। নির্ধারিত website-এ (http://smart3.xiclassadmission.gov.bd/board/viewResult22_23) প্রবেশ করে এসএসসি রোল নম্বর, বোর্ড,পাসের সাল,রেজিস্ট্রেশন নম্বর দিন; এরপর পাশের Verification কোডটি সঠিকভাবে পূরণ করে “View Result” Button -এ ক্লিক করতে হবে। এখন,আপনি একাদশ শ্রেণীতে কোন কলেজে চান্স পেয়েছেন বা মাইগ্রেশান হয়েছে দেখতে পারবেন।
একাদশ শ্রেণির ভর্তির রেজাল্ট লিংক: xiclassadmission.gov.bd/viewResult
N.B.: GEN=General, SQ=Special, OWN=Own, FFQ=Freedom Fighter, EQ=Education Quota
৩য় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ১৯/০১/২০২৩ তারিখ হতে ২০/০১/২০২৩ তারিখ রাত ১২ টার মধ্যে মোবাইল ব্যাংকিং চার্জ বাদে রেজিস্ট্রেশন ফি ৩২৮/= টাকা (ওয়েবসাইটে উল্লেখিত অপারেটর-এর মাধ্যমে) জমা দিলে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন সম্পন্ন হবে। মাইগ্রেশন প্রাপ্ত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি দেওয়ার প্রয়োজন নাই। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির তারিখ ২২/০১/২০২৩ হতে ২৬/০১/২০২৩ পর্যন্ত।
একাদশ শ্রেণির ভর্তির রেজাল্ট ২০২৩ – ৩য় পর্যায়ের রেজাল্ট