সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন জেলা পরিবার
পরিকল্পনা, কার্যালয়, চট্টগ্রাম-এর অধীনে তৃতীয় ও চতুর্থে শ্রেণীর (১৫-২০ গ্রেডের) ০৪ ক্যাটাগরি পদে জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত ১৮ নভেম্বর ২০২২ তারিখে লিখিত পরীক্ষা ও লিখিত পরীক্ষায় উত্তীরণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ২২/১১/২০২২ হতে ১৭/১২/২০২২ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হয়। তৃতীয় ও চতুর্থে শ্রেণীর(১৫-২০ গ্রেডের) ০৪ ক্যাটাগরি পদে জনবল নিয়োগের লক্ষ্যে লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নিম্নবর্ণিত রোল নম্বরধারী প্রার্থীগণকে নির্বাচিত করা হলো (মেধাক্রম অনুসারে নয়)।
আরও পড়ুন:
- পরিবার পরিকল্পনা ভাইভা প্রস্তুতি ২০২২
- All District Family Planning Admit Card and Exam Date
- Family planning question solution 2022 – pdf download now
- পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ভাইভা অভিজ্ঞতা ২০২২
চট্টগ্রাম জেলা পরিবার পরিকল্পনা পরীক্ষার চূড়ান্ত ফলাফল ২০২৩ – DGFP chittagong Final Results
২। নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র যথাসময়ে স্ব-স্ব স্থায়ী ঠিকানায় প্রেরণ করা হবে।
৩। প্রকাশিত ফলাফলে কোন ভুলত্রুটি পরিলক্ষিত হলে কর্তৃপক্ষ তা সংশোধন/বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন ।
৪। কোন প্রার্থী তথ্য গোপন করে অসৎ উপায় অবলম্বন করেছেন মর্মে প্রমাণিত হলে বা প্রযোজ্য ক্ষেত্রে ইউনিট/ওয়ার্ড ও ইউনিয়ন/(সিটি কর্পোরেশনের ওয়ার্ড) বহির্ভূত প্রমাণিত হলে নিয়োগ প্রক্রিয়ার যে কোন পর্যায়ে বা নিয়োগের পরেও নিয়োগ বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।