সড়ক ও জনপথ অধিদপ্তরের “কার্যসহকারী” ও “অফিস সহায়ক (এমএলএসএস)” পদে নিয়োগের নিমিত্ত ৩০ ডিসেম্বর ২০২২ খ্রিঃ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য হতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নিম্নেলিখিত রোল নম্বরধারী পরীক্ষার্থীগণ যথাক্রমে “কার্যসহকারী” ও “অফিস সহায়ক (এমএলএসএস)” পদে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন।
Read More: RHD Results in 2023 – www.rhd.gov.bd result
সড়ক ও জনপথ (RHD) অধিদপ্তরের পরীক্ষার ফলাফল ২০২৩ – কার্যসহকারী ও অফিস সহায়ক
উপরোক্ত নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণের সময়সূচী ও স্থান পরবর্তীতে RHD website এ বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে এবং SMS এর মাধ্যমে জানানো হবে। উল্লেখ্য যে, প্রকাশিত ফলাফলে গুরুতর কোনো ত্রুটি পরিলক্ষিত হলে কর্তৃপক্ষ তা সংশোধনের এখতিয়ার সংরক্ষণ করে।
সড়ক ও জনপথ (RHD) অধিদপ্তরের পরীক্ষার ফলাফল ২০২৩ – কার্যসহকারী ও অফিস সহায়ক পদের ফলাফল প্রকাশ। সড়ক ও জনপথ অধিদপ্তরের “কার্যসহকারী” ও “অফিস সহায়ক (এমএলএসএস)” পদে নিয়োগ পরীক্ষা -২০২১ এর লিখিত পরীক্ষার ফলাফলের বিজ্ঞপ্তিটি (৪ কলাম ৮ ইঞ্চি সাইজে) ১(এক) দিন আপনার পত্রিকায় প্রকাশ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ প্রকাশিত বিজ্ঞপ্তিটি সংশ্লিষ্ট অংশসহ পত্রিকার ১(এক) কপি এবং বর্ণিত বিজ্ঞপ্তির প্রচারের বিল অত্র দপ্তরে প্রেরণের জন্য অনুরোধ করা হলো।