সড়ক ও জনপথ (RHD) অধিদপ্তরের পরীক্ষার ফলাফল ২০২৩ – কার্যসহকারী ও অফিস সহায়ক

সড়ক ও জনপথ অধিদপ্তরের “কার্যসহকারী” ও “অফিস সহায়ক (এমএলএসএস)” পদে নিয়োগের নিমিত্ত ৩০ ডিসেম্বর ২০২২ খ্রিঃ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য হতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নিম্নেলিখিত রোল নম্বরধারী পরীক্ষার্থীগণ যথাক্রমে “কার্যসহকারী” ও “অফিস সহায়ক (এমএলএসএস)” পদে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন।

 

Read More: RHD Results in 2023 – www.rhd.gov.bd result

সড়ক ও জনপথ (RHD) অধিদপ্তরের পরীক্ষার ফলাফল ২০২৩ – কার্যসহকারী ও অফিস সহায়ক

 

 

উপরোক্ত নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণের সময়সূচী ও স্থান পরবর্তীতে RHD website এ বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে এবং SMS এর মাধ্যমে জানানো হবে। উল্লেখ্য যে, প্রকাশিত ফলাফলে গুরুতর কোনো ত্রুটি পরিলক্ষিত হলে কর্তৃপক্ষ তা সংশোধনের এখতিয়ার সংরক্ষণ করে।

 

সড়ক ও জনপথ (RHD) অধিদপ্তরের পরীক্ষার ফলাফল ২০২৩ – কার্যসহকারী ও অফিস সহায়ক পদের ফলাফল প্রকাশ। সড়ক ও জনপথ অধিদপ্তরের “কার্যসহকারী” ও “অফিস সহায়ক (এমএলএসএস)” পদে নিয়োগ পরীক্ষা -২০২১ এর লিখিত পরীক্ষার ফলাফলের বিজ্ঞপ্তিটি (৪ কলাম ৮ ইঞ্চি সাইজে) ১(এক) দিন আপনার পত্রিকায় প্রকাশ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ প্রকাশিত বিজ্ঞপ্তিটি সংশ্লিষ্ট অংশসহ পত্রিকার ১(এক) কপি এবং বর্ণিত বিজ্ঞপ্তির প্রচারের বিল অত্র দপ্তরে প্রেরণের জন্য অনুরোধ করা হলো।

 

 

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

Comilla Board HSC English 2nd Paper Question Solution 2024

Comilla Board HSC English 2nd paper exam has been conducted today nationwide. Comilla Board HSC …