২০১৪-১৫ শিক্ষাবর্ষের ২য় বর্ষের রেজাল্ট জানুয়ারির মধ্যে ও বিভিন্ন শিক্ষাবর্ষের আটকে থাকা পরীক্ষা দ্রুত নেওয়ার দাবিতে আাগামী ১৮ জানুয়ারি নীলক্ষেতে মানববন্ধন করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ২য় বর্ষের পরীক্ষা ২০১৭ সালের ২২ ফেব্রুয়ারি শেষ হলেও এখন পর্যন্ত রেজাল্ট প্রকাশ করে নি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
২০১২-১৩ শিক্ষাবর্ষের ৩য় বর্ষের পরীক্ষা ২০১৬ সালের অক্টোবরে শেষ হলেও ৪র্থ বর্ষের পরীক্ষা কবে হবে তা ঘোষনা করে নি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে করে অধিভুক্ত সাত কলেজের প্রতিটি শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ৬-৮ মাসের সেশনজটে রয়েছে।
গত বছরের ১৬ ফেব্রুয়ারি ঢাকার সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। কলেজগুলো হচ্ছে, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।