একাদশ শ্রেণিতে ভর্তি হতে কত টাকা লাগবে

একাদশ শ্রেণির ভর্তির জন্য শুরুতে অবশ্যই ১৫০/- টাকা ফি বিকাশ/নগদ এ্যাপ দিয়ে পেমেন্ট করতে হবে। এরপর উক্ত ওয়েবসাইটে (http://xiclassadmission.gov.bd/) এ প্রবেশ করে “Apply Now” বাটনে ক্লিক করে আবেদন সম্পন্ন করবেন। আবেদন ফি প্রদানের ক্ষেত্রে payment security নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট Payment Provider সংস্থা বহন করবে।

 

একাদশ শ্রেণিতে ভর্তি হতে কত টাকা লাগবে

XI-Class-Admission-System-3

একাদশ শ্রেণিতে ভর্তি ফি প্রদান পদ্ধতিঃ

  • bKash Payment System
  • Nagad Payment System
  • Sonali Web Payment System
  • Sonali eSheba Payment System
  • Rocket Payment System
  • upay Payment System
  • tap
  • OK Wallet

একাদশ শ্রেণিতে বিকাশ অ্যাপ এর মাধ্যমে ফি প্রদান পদ্ধতি

BKash

 

  • ধাপ-১: প্রথমেই বিকাশ অ্যাপ স্ক্রিন থেকে “এডুকেশন ফি” সিলেক্ট করুন ।
  • ধাপ-২: এরপর শিক্ষা প্রতিষ্ঠান ট্যাপ করে XI Class Admission সিলেক্ট করুন।
  • ধাপ-৩: তারপর বাের্ডের নাম, পাশের সন সিলেক্ট করে রােল নাম্বার এবং মােবাইল নাম্বার ।
  • ধাপ-৪: ১৫০/- ফি-এর পরিমাণ চেক করে পরের স্ক্রিনে যেতে ট্যাপ করুন ।
  • ধাপ-৫: এবার আপনার বিকাশ একাউন্টের পিন কোড নাম্বার দিন ।
  • ধাপ-৬: সবশেষে স্ক্রিনের নিচের অংশ ট্যাপ করে ধরে রাখুন। তাহলেই ‘পে-বিল’ লেনদেনটি সম্পন্ন হবে ।
  • ধাপ-৭: আপনার মােবাইলেও একটি কনফার্মেশন মেসেজ পেয়ে যাবেন এবং অ্যাপে দেখে নিতে পারবেন বিলের ডিজিটাল রিসিট।
  • আবেদন করা শেষ সময়সীমাঃ ১৫ ডিসেম্বর রাত ১২ টা পর্যন্ত। ৫-১০ টি কলেজে আবেদন করতে হবে।

একাদশ শ্রেণিতে নগদ অ্যাপ এর মাধ্যমে ফি প্রদান পদ্ধতি

nagad

 

একাদশ শ্রেণিতে রকেট অ্যাপ এর মাধ্যমে ফি প্রদান পদ্ধতি

rocket

 

একাদশ শ্রেণিতে ট্যাপ অ্যাপ এর মাধ্যমে ফি প্রদান পদ্ধতি

tap

একাদশ শ্রেণিতে OK Wallet এর মাধ্যমে ফি প্রদান পদ্ধতি

ok-walet-page-001

ok-walet-page-002

একাদশ শ্রেণিতে upay অ্যাপ এর মাধ্যমে ফি প্রদান পদ্ধতি

upay

 

একাদশ শ্রেণিতে Sonali eSheba এর মাধ্যমে ফি প্রদান পদ্ধতি

একাদশ শ্রেণিতে Sonali Web এর মাধ্যমে ফি প্রদান পদ্ধতি


 

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা 2022

একাদশ শ্রেণির ভর্তির রেজাল্ট ২০২৩ – ৩য় পর্যায়ের রেজাল্ট

একাদশ শ্রেণির ভর্তির শেষ মাইগ্রেশান রেজাল্ট এবং ৩য় পর্যায়ে আবেদনের রেজাল্ট একসাথে ওয়েবসাইটে প্রকাশ করা …