একাদশ শ্রেণিতে ভর্তি হতে কি কি কাগজপত্র লাগবে – xiclassadmission.gov.bd

একাদশ শ্রেণির ভর্তির আবেদনে যা যা লাগবে। একাদশ শ্রেণির ভর্তির আবেদনে শুরুতে ১৫০/- ফি বিকাশ /নগদে পেমেন্ট করতে হবে। এরপর ওয়েবসাইট ‘Apply Now ‘ বাটনে ক্লিক করে আবেদন সম্পন্ন করবেন। আবেদনের সময় ৫-১০ টি কলেজ চয়েস দিতে হবে। দেশের সকল কলেজের একাদশ শ্রেণিতে(২০২২-২৩) ভর্তির আবেদন যোগ্যতা ও আসন সংখ্যা প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। চলতি বছরে বিভিন্ন কলেজে অনেক সিট সংখ্যা বৃদ্ধি করা হয়েছে।

একাদশ শ্রেণিতে ভর্তি হতে কি কি লাগবে

 

XI-Class-Admission-System-2

 

একাদশ শ্রেণিতে ভর্তি হতে কি কি কাগজপত্র লাগবে – xiclassadmission.gov.bd

  • এসএসসি রোল ও রেজিষ্ট্রেশন নং, পাশের সন।
  • শিক্ষার্থীর ১টি সচল মোবাইল নং।( নিজের বা অভিভাবকের মোবাইল নং দিতে পারবেন)
  • অভিভাবকের NID নম্বর! না দিলেও সমস্যা নাই।
  • মোবাইল নং টি অবশ্যই সচল থাকতে হবে,পরবর্তী ভর্তির সকল কার্যক্রম এই নম্বর দিয়ে করতে হবে।

 

একাদশ শ্রেণির ভর্তির জন্য শুরুতে অবশ্যই ১৫০/- টাকা ফি বিকাশ/নগদ এ্যাপ দিয়ে পেমেন্ট করতে হবে। এরপর ওয়েবসাইটে এ প্রবেশ করে “Apply Now” বাটনে ক্লিক করে আবেদন সম্পন্ন করবেন। শেষ সময়সীমাঃ ১৫ ডিসেম্বর রাত ১২ টা পর্যন্ত।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা 2022

একাদশ শ্রেণির ভর্তির রেজাল্ট ২০২৩ – ৩য় পর্যায়ের রেজাল্ট

একাদশ শ্রেণির ভর্তির শেষ মাইগ্রেশান রেজাল্ট এবং ৩য় পর্যায়ে আবেদনের রেজাল্ট একসাথে ওয়েবসাইটে প্রকাশ করা …