মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফরম পূরণের জন্য আবেদনকারী পরীক্ষার্থীদের On-line-এ আবেদন ফরম ডাউনলোড করার সময়সীমা ০৫/১২/২০২২ হতে ০৫/০১/২০২৩ এবং আবেদন ফরম কলেজ কর্তৃক নিশ্চয়নের শেষ তারিখঃ ০৯/০১/২০২৩। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ওয়েব সাইট http://ems.nu.ac.bd. মৌখিক/ ব্যবহারিক/মাঠকর্ম/থিসিস পত্রের নম্বরসমূহ প্রেরণের নির্দেশনা পরবর্তীতে জানানো হবে।
মাস্টার্স শেষ পর্ব ফরম ফিলাপ ২০২২ ড্যাশবোর্ড
ফরম ফিলাপ লিংক: http://ems.nu.ac.bd/student-login
মাস্টার্স শেষ পর্ব(২০১৯-২০) ফাইনাল পরীক্ষার ফরম পূরণের ওয়েবসাইট সার্ভারটি চালু করা হয়েছে। এখন শুধুমাত্র ২০১৯-২০ সেশনের নিয়মিত ও প্রাইভেট শিক্ষার্থীদের ডাটা আপলোড করা হয়েছে। কয়েকদিন পর অনিয়মিত ও ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীদের ডাটা পাওয়া যাবে।
শিক্ষার্থীরা উক্ত (http://ems.nu.ac.bd/student-login) ওয়েবসাইটে শুধুমাত্র মাস্টার্সের রেজিষ্ট্রেশন নং দিয়ে অনলাইনে ফরম পূরণ করে কলেজ নোটিশ অনুযায়ী টাকাসহ, প্রয়োজনীয় কাগজপত্র কলেজে জমা দিয়ে ফরম পূরণ সম্পন্ন করবেন। ফরম পূরনের শেষ সময়সীমাঃ ০৫/০১/২০২৩ইং তারিখ পর্যন্ত। (শিক্ষার্থী কর্তৃক)।
এ কার্যক্রমে অংশগ্রহণ করবে ২০১৯-২০ শিক্ষাবর্ষের নিয়মিত, প্রাইভেট এবং ২০১৮-১৯ ও ২০১৭-১৮ শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীরা।
আরও পড়ুন:
অনলাইনে আবেদন ফরম পূরণের নিয়মাবলী পরীক্ষার্থীদের জন্য:
আবেদনকারীকে নিজ দায়িত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ের EMS সফটওয়্যারের
- ওয়েবসাইট-এ (http://ems.nu.ac.bd/student-login) প্রবেশ করে
- নিজের রেজিষ্ট্রেশন নম্বর দিয়ে Submit বাটনে ক্লিক করে লগইন করতে হবে।
লগইন করার পর বাম পাশের ম্যানু বার থেকে Form Fillup ম্যানুতে ক্লিক করে Apply Now বাটনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য,
যেমনঃ
- পরীক্ষার বিষয়,
- মোবাইল নম্বর ইত্যাদি দিয়ে Submit বাটনে ক্লিক করে
- Pop-Upম্যানু থেকে Form Fillup নিশ্চয়নের জন্য
- YES বাটনে ক্লিক করতে হবে
- অন্যথায় নিশ্চয়ন না করতে চাইলে CANCEL বাটনে ক্লিক করতে হবে।
Form Fillup নিশ্চয়ন করার পর APPLICATION FORM ডাউনলোড করে প্রিন্ট কপি এবং পরীক্ষার নির্ধারিত ফি সহ স্ব স্ব কলেজে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে। Form Fillup এর সকল কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার পর PAYMENT STATUS পেইড (PAID) দেখাবে।
আবেদনকারীকে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি ছবি আবেদন পত্রের সঙ্গে সংযুক্ত করে দিতে হবে।
অনলাইনে আবেদন ফরম পূরণের জন্য কলেজের করণীয়:
ক) পরীক্ষার্থীদের ডাটা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সরাসরি On-line-এ সঠিক এন্ট্রি করা হয়েছে কি-না তা সম্ভাব্য পরীক্ষার্থীদের তালিকা (Probable Candidte List)-এর সাথে যাচাইপূর্বক যথাযথ নিশ্চিত হয়ে জমাকৃত আবেদনগুলিকে বিশ্ববিদ্যালয়ের EMS সফটওয়্যারের ওয়েবসাইট-এ (http://ems.nu.ac.bd/c-login ওয়েবসাইটে College Log-in-এপ্রবেশ করে নিশ্চয়ন করে বিভাগীয় প্রধান অতঃপর অধ্যক্ষ স্বাক্ষর করবেন। Log-in-এর জন্য ওয়েবসাইটে College Code কিংবা সংশ্লিষ্ট শাখা থেকে User ID & Password সংগ্রহ করা যাবে।
খ) প্রত্যেক পরীক্ষার্থীর সদ্য তোলা ০১ (এক) কপি পাসপোর্ট সাইজের ছবি (সত্যায়িত) অনলাইনে প্রিন্টকৃত আবেদন ফরমের নির্ধারিত স্থানে আইকা আঠা দ্বারা সংযোজন করতে হবে ।
গ) পরীক্ষার্থী কর্তৃক অন-লাইনে ফরম পূরণকৃত আবেদন কলেজে জমা দিলে কলেজ উক্ত পরীক্ষার্থীর টার্মপেপার, ইনকোর্স (প্রযোজ্য ক্ষেত্রে) নম্বরসহ অন-লাইনে নিশ্চয়ন করবেন। শুধু কলেজ কর্তৃক অন-লাইনে নিশ্চয়নকৃত পরীক্ষার্থীদের প্রবেশপত্র ইস্যু করা হবে। নিশ্চয়ন সম্পন্ন হলে On-line এ পরীক্ষার্থীদের বিবরণী প্রিন্ট করতে হবে।
ঘ) মাস্টার্স শেষ পর্ব বিষয়ক বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট যথাসময়ে চালু হবে এবং ডাটা এন্ট্রির জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত নির্ধারিত সময়ের পর স্বয়ংক্রিয়ভাবে কার্যক্রম বন্ধ হয়ে যাবে। বিধায় যথাসময়ে কলেজকে ডাটা এন্ট্রি সম্পন্ন করতে হবে।
ঙ) টার্ম পেপার, ইনকোর্সও মাঠকর্ম পরীক্ষার নম্বর অন-লাইনে এন্ট্রি করার সময় কোন প্রকার ভুল হলে সঙ্গে সঙ্গে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক, মাস্টার্স শেষ পর্ব শাখা বরাবর লিখিতভাবে জানাতে হবে। ভুল সংশোধনের ক্ষেত্রে মূল ম্যানুয়াল নম্বরকে (বিভাগীয় প্রধান ও অধ্যক্ষ কর্তৃকস্বাক্ষরিত) ভিত্তি হিসাবে ধরা হবে।