পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন পঞ্চগড় জেলা পরিবার পরিকল্পনা বিভাগের রাজস্বখাতভুক্ত নিয়োগযোগ্য ০৩(তিন) ক্যাটাগরির- (১) পরিবার পরিকল্পনা পরিদর্শক (গ্রেড-১৬), (২) পরিবার কল্যাণ সহকারী (গ্রেড-১৭) ও (৩) আয়া (গ্রেড-২০) পদে গত ২৫.১১.২০১২ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষা এবং পরবর্তীতে ২৮.11.2022, 29.11.20220 30.11.2022 তারিখে গৃহীত মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সরকারের প্রচলিত বিধিবিধান ও কোটা পদ্ধতি অনুসরণ করে জেলা পরিবার পরিকল্পনা বাছাই/নিয়োগ কমিটির সুপারিশের আলোকে নিম্নবর্ণিত রোলনম্বরধারী প্রার্থীগণ চূড়ান্তভাবে নিয়োগের জন্য মনোনীত হয়েছেন।
আরও পড়ুন:
- পরিবার পরিকল্পনা ভাইভা প্রস্তুতি ২০২২
- All District Family Planning Admit Card and Exam Date
- Family planning question solution 2022 – pdf download now
- পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ভাইভা অভিজ্ঞতা ২০২২
পঞ্চগড় জেলা পরিবার পরিকল্পনা চূড়ান্ত ফলাফল ২০২২ – DGFP panchagarh Final Results
২। নিয়োগ বিজ্ঞপ্তি ও প্রবেশপত্রে উল্লেখিত শর্তাবলী বহাল থাকবে এবং নিয়োগ সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। প্রাথমিক অনুসন্ধান শেষে যোগ্য প্রার্থীদের অনুকূলে নিয়োগপত্র প্রেরণ করা হবে।
৩। প্রকাশিত ফলাফলে কোন ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে কর্তৃপক্ষ তা সংশোধন/বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।