পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন নরসিংদী জেলা পরিবার পরিকল্পনা বিভাগের রাজস্বখাতভূক্ত ০৩ (তিন) ক্যাটাগরি পদে (১৫-
২০ গ্রেড) জনবল নিয়োগের লক্ষ্যে গত ২৮/১০/২০২২ তারিখে গৃহীত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ০৭/১১/২০২২, ০৮/১১/২০২২)
০৯/১১/২০২২, ১০/১১/২০২২, ১৩/১১/২০২২, ১৪/১১/২০২২, ১৫/১১/২০২২ : ১৬/১১/ 2022 19 / ১১ / 2022 26/১১/২০২২ ও ২৭/১১/২০২২খ্রিঃ পর্যন্ত মৌষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সরকারের প্রচলিত বিধি-বিধান ও কোটা পদ্ধতি অনুসরণ করে জেলা পরিবার পরিকল্পনা বাছাই/নিয়োগ কমিটির সুপারিশের ভিত্তিতে নিম্নবর্ণিত রোল নম্বরধারী প্রার্থীগণকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হলো। (মেধা ক্রমানুসারে নয় )
আরও পড়ুন:
- পরিবার পরিকল্পনা ভাইভা প্রস্তুতি ২০২২
- All District Family Planning Admit Card and Exam Date
- Family planning question solution 2022 – pdf download now
- পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ভাইভা অভিজ্ঞতা ২০২২
নরসিংদী জেলা পরিবার পরিকল্পনা চূড়ান্ত ফলাফল ২০২২ – DGFP narsingdi Final Results
২। নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র যথাসময়ে স্ব-স্ব স্থায়ী ঠিকানায় প্রেরণ করা হবে। উল্লিখিত প্রার্থীগণ উপযুক্ত / প্রয়োজনীয়
কাগজপত্র প্রদর্শন স্বাপেক্ষে নরসিংদী জেলা পরিবার পরকিল্পনা কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে নিয়োগপত্র সংগ্রহ করতে পারবেন।
৩। প্রকাশিত ফলাফলে কোন ভুলত্রুটি পরিলক্ষিত হলে কর্তৃপক্ষ তা সংশোধন/বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।