লক্ষ্য যাদের বাংলাদেশ ব্যাংকের অফিসার। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের অফিসারের সিট প্ল্যান দিয়ে দেয়া হয়েছে। সব ঠিক থাকলে আগামী ২ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের অফিসার (জেনারেল) এর প্রিলিমিনারি পরীক্ষা। বাংলাদেশ ব্যাংকের অফিসার ক্যাশ প্রস্তুতি ২০২২।
বর্তমানে বাংলাদেশের চাকুরি বাজারের প্রেক্ষাপটে যে কোন সরকারি চাকুরির পরীক্ষাতেই তুমুল প্রতিযোগিতা চলছে। বিশেষকরে কভিড পরবর্তী সময়ে চাকুরির পরীক্ষা গুলোতে টিকতে হলে বিগত সময়ের চেয়ে বেশি কাট মার্কস থাকতে হচ্ছে। এখানে সামান্যতম ভুলও আপনাকে অনেক পিছনে ফেলে দিতে পারে। তাই এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আপনাকে যথাযথ পরিশ্রমের পাশাপাশি কৌশলী হতে হবে।
আসন্ন প্রিলিমিনারি পরীক্ষার কিছু কৌশল তুলে ধরছি। ভালো লাগলে প্রয়োগ করে দেখতে পারেন-
১। পরীক্ষা নিবে BIBM। সেক্ষেত্রে ১০০ টি MCQ প্রশ্ন থাকতে পারে। সময় ১ ঘন্টা। নেগেটিভ থাকবে ০.২৫। প্রশ্ন খুব সহজও হবে না আবার কঠিনও হবে না। তবে টাইম ম্যানেজমেন্ট এখানে খুব গুরুত্বপূর্ণ। চেষ্টা করতে হবে সব গুলো প্রশ্ন আন্সার করার। অন্তত সব গুলো প্রশ্ন যেন পড়তে পারেন।
২। কোন প্রশ্ন আন্সার না করে যাবেন না। একটা ছেড়ে পরে এসে আবার আন্সার করবেন ভেবে রেখে গেলে পরে আর টাইম পাবেন না। তাই একটা প্রশ্ন যখন পড়বেন, তখনই আন্সার করে যাবেন। না পারলে আন্দাজে দাগাবেন। আর নয়ত ওই প্রশ্নের কথা মাথা থেকে বের করে দিবেন। নয়ত এটা অন্য প্রশ্ন গুলোতে প্রভাব ফেলবে।
৩। যারা মনে করেন ম্যাথ আপনাদের স্ট্রং জোন, তারা ম্যাথ দিয়ে শুরু করতে পারেন। তবে কয়েকটি ম্যাথ সহজ কিন্তু বড় থাকতে পারে। যদি আপনার অন্য বিষয় গুলোতে মোটামুটি প্রস্তুতি থাকে, তাহলে এই বড় ম্যাথ গুলো বুঝে বুঝে সযত্নে ছেড়ে দিবেন। নয়ত সময় পাবেন না।
৪। যাদের ম্যাথ প্রস্তুতি মোটামুটি, তারা ম্যাথ দিয়ে শুরু না করাই ভালো। অন্য যেটাতে স্ট্রং সেটা দিয়েই শুরু করবেন। ম্যাথ মাঝামাঝি দিবেন। তবে শেষে অবশ্যই না। একটাও পারবেন না তাহলে।
৫। পরীক্ষার সময় এভাবে ভাগ করতে পারেন- বাংলা -১০ মিনিট, ইংরেজি -১০ মিনিট, জিকে+আইসিটি-১৫ মিনিট, ম্যাথ-১৫ মিনিট। এই সময়ের মধ্যে প্রতিটি বিষয়ে যা যা পারবেন তাই দাগাবেন। ওই বিষয়ের সময় শেষ হলে, দাগানো বাকি থাকলেও পরের বিষয়ে চলে যাবেন। যা বাকি থাকবে লাস্ট এর ১০ মিনিটে অগুল দেখবেন। এভাবে কয়েকটা মডেল টেস্ট দিয়ে দেখতে পারেন।
মনে রাখবেন, ১ ঘন্টায় ১০০ টা প্রশ্ন টাচ করে আসাটাই এই পরীক্ষার মেইন স্ট্র্যাটেজি। এবার যা পড়ছেন সেটা দিয়েই নিজের স্ট্র্যাটেজি ঠিক করুন।
আপনাদের ভবিষ্যৎ সহকর্মী
অফিসার(জেনারেল)
বাংলাদেশ ব্যাংক