পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের নিয়োগযোগ্য ০৩ (তিন) ক্যাটাগরি পদে গত ১৮/১১/২০২২ খ্রিঃ তারিখ গৃহীত লিখিত পরীক্ষার ফলাফল এ কার্যালয়ের ২৩/১১/২০২২ খ্রিঃ তারিখের স্মারক নং-পপ/ নীল – প্রশাসন / ২০২২ / ৭১৭ মোতাবেক প্রকাশিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা নিম্নোক্ত সিডিউল মোতাবেক অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন:
- পরিবার পরিকল্পনা ভাইভা প্রস্তুতি ২০২২
- All District Family Planning Admit Card and Exam Date
- Family planning question solution 2022 – pdf download now
- পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ভাইভা অভিজ্ঞতা ২০২২
নীলফামারী জেলা পরিবার পরিকল্পনা মৌখিক পরীক্ষা – DGFP nilphamari Viva
২। লিখিত পরীক্ষার উত্তীর্ন বর্ণিত রোল নম্বরধারী প্রার্থীগণকে নিয়োগ বিজ্ঞপ্তি ৮ নং শর্ত ও প্রবেশ পত্রে উল্লেখিত শর্ত মোতাবেক নিম্নোক্ত সনদ / কাগজপত্রের ফটোকপি গেজেটেড কর্মকর্তা(নূণ্যতম ১ম গ্রেড) কর্তৃক সত্যায়ন করে ০১ (এক) সেট কাগজপত্র মৌখিক পরীক্ষার কমপক্ষে ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে নির্ধারিত ডেস্কে জমা দিতে হবে।
(ক) প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (প্রযোজ্যক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্রসহ)
(খ) প্রার্থী যে ইউনিয়ন/পৌরসভা/সিটি কর্পোরেশন এর স্থায়ী বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ পৌরসভার মেয়র/ সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র
(গ) মহিলা কোটা বাতিত অন্যান্য কোটা দাবির সমর্থনে প্রার্থীকে যথাযথ কর্তৃকপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ / প্রমানপত্র
(ঘ) আবেদনকারী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা ও পুত্র-কন্যার প্রর- কন্যা হলে মুক্তিযোদ্ধার সনদপত্র, গেজেট, লাল মুক্তি বার্তা / ভারতীয় তালিকার ফটোকপি দাখিল করতে হবে।
(ঙ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/ কাউন্সিলর/ সিটি করর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/ প্রথম শ্রেনীর গেজেটেড কর্মকর্তা প্রদত্ত চারিত্রিক
(ছ) জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি;
(জ) On line এ পুরনকৃত আবেদন পত্রের কপি (Applicant’s Copy) ও রঙ্গিন প্রবেশপত্র।
৩। ভাইবা মৌখিক পরীক্ষার বোর্ডে সকল প্রবেশপত্রের মূলকপি উপস্থাপন করতে হবে।
৪। অনিবার্য কারনবশত কর্তৃকপক্ষ পরীক্ষার দিন, তারিখ, সময় ও ভেন্যু পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষন করেন।
৫। নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রকাশিত সকল শর্তাবলী প্রযোজ্যক্ষেত্রে বলবৎ থাকবে।
৬। নিয়োগ সংক্রান্ত বিষয়ে কর্তৃকপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গন্য হবে।