কিশোরগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের স্মারক নং জেপপ / কিশোর/২০২১/৫৭১, তারিখ ০৮/০৯/২০২১ খ্রি. মূলে জারিকৃত ০৪ (চার) ক্যাটাগরির পদ যথাক্রমে পরিবার পরিকল্পনা সহকারী, পরিবার পরিকল্পনা পরিদর্শক, আয়া এবং পরিবার কল্যাণ সহকারী পদে ২৫/১১/২০২২ খ্রি. তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে জেলা পরিবার পরিকল্পনা জনবল বাছাই/নিয়োগ কমিটির সিদ্ধান্ত মোতাবেক নিম্নবর্ণিত রোল নম্বরধারী প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হলো (মেধাক্রম অনুসারে নয়)।
আরও পড়ুন:
- All District Family Planning Admit Card and Exam Date
- Family planning question solution 2022 – pdf download now
- পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ভাইভা অভিজ্ঞতা ২০২২
- পরিবার পরিকল্পনা ভাইভা প্রস্তুতি ২০২২
কিশোরগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা পরীক্ষার ফলাফল – DGFP kishoreganj Results
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা জেলা প্রশাসকের কার্যালয়, কিশোরগঞ্জ-এ অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার সময়সূচি জেলা প্রশাসকের কার্যালয়, কিশোরগঞ্জ এর ওয়েবসাইট www.kishoreganj.gov.bd ও নোটিশ বোর্ড, সিভিল সার্জনের কার্যালয়, কিশোরগঞ্জ এর ওয়েবসাইট www.cskishoreganj.gov.bd ও নোটিশ বোর্ড এবং জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, কিশোরগঞ্জ এর ওয়েবসাইট www.fpo.kishoreganj.gov.bd ও নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।