সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, বগুড়া এর ১৫ হতে ২০ গ্রেডের (পূর্বতন ৩য় ও ৪র্থ শ্রেণি) ০৪ (চার) ক্যাটাগরির পদে জনবল নিয়োগের লক্ষ্যে গত ১৮-১১-২০২২ খ্রিঃ তারিখে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষার ফলাফল বগুড়া জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের পত্র নং-জেপপ/বগ/নিয়োগ/২০২২/৯০৮ তাং- ১৯-১১-২০২২ খ্রিঃ মাধ্যমে প্রকাশ করা হয় । লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা নিম্নবর্নিত সময় সূচি অনুযায়ী বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন:
- পরিবার পরিকল্পনা ভাইভা প্রস্তুতি ২০২২
- All District Family Planning Admit Card and Exam Date
- Family planning question solution 2022 – pdf download now
- পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ভাইভা অভিজ্ঞতা ২০২২
বগুড়া জেলা পরিবার পরিকল্পনা মৌখিক পরীক্ষা – DGFP bogra Viva
লিখিত পরীক্ষার প্রবেশপত্রের শর্তানুযায়ী বর্ণিত তারিখে প্রবেশ পত্রের মূলকপি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদের মূল কপিসহ কোটা সংক্রান্ত প্রমানপত্র ও আবেদনের হার্ডকপি নিয়ে যথাসময়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারীগন কোন প্রকার টিএ-ডিএ প্রাপ্য হবেন না।