জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, রাজবাড়ী এর চাকরির পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ২৬ মাঘ 1426 বঙ্গাব্দ. ০৯ ফেব্রুয়ারি ২০২০-এর স্মারক নং- 59.11.0000.150.011.006.2019-270- এর ছাড়পত্র মোতাবেক জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, রাজবাড়ী-এর ০২ ভাদ্র, ১৪২৮ বঙ্গাব্দ, ১৭ আগষ্ট ২০২১ খ্রিঃ এর নিয়োগ বিজ্ঞপ্তি এবং স্মারক নং-জেপপ/রাজ/2021/6২৭, তারিখ ২০ আশ্বিন ১৪২৮, ০৫ অক্টোবর
২০২১ খ্রিঃ এর সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন,
জেলা পর্যায়ে নিয়োগযোগ্য ১৫-২০ গ্রেডের ০৪ (চার) ক্যাটাগরীর মধ্যে রাজবাড়ী জেলায় ০৩ (তিন) ক্যাটাগরীর পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ সহকারী এবং আয়া পদে ০৩-১২-২০২১ খ্রিঃ তারিখে গৃহীত লিখিত পরিক্ষা ও মৌখিক পরিক্ষার ফলাফলের ভিত্তিতে উত্তীর্ণ নিম্নবর্ণিত প্রার্থীদের চুড়ান্তভাবে নির্বাচন করা হলো (মেধা ক্রমানুসারে নয়)।
আরও পড়ুন:
- All District Family Planning Admit Card and Exam Date
- Family planning question solution 2022 – pdf download now
- পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ভাইভা অভিজ্ঞতা ২০২২
- পরিবার পরিকল্পনা ভাইভা প্রস্তুতি ২০২২
রাজবাড়ী জেলা পরিবার পরিকল্পনা পরীক্ষার চূড়ান্ত ফলাফল ২০২২ – dgfp rajbari Final Results
উপরি বর্ণিত প্রার্থীগণের স্থায়ী ঠিকানায় ডাকযোগে নিয়োগপত্র প্রেরণ করা হবে। এছাড়াও উল্লিখিত প্রার্থীগণ উপযুক্ত কাগজপত্র প্রদর্শন স্বাপেক্ষে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে নিয়োগপত্র সংগ্রহ করতে পারবেন।