Breaking News

কলেজ ও বিষয় নির্বাচনে গূরুত্তপুর্ণ তথ্যসমূহ

*** বিষয় নির্বাচনের পূর্বে ভর্তি নির্দেশিকা বিশদভাবে পড়ে নিন । 
*** ভর্তি নির্দেশিকায় কলেজ সমূহের তালিকা এবং প্রতি কলেজের স্নাতক (সন্মান) বিষয়সমূহ উল্লেখ রয়েছে ।
** আপনার পছন্দের ক্রমানুসারে কলেজ ও বিষয় নির্বাচন করুন এবং Add বাটন ক্লিক করুন । 
** যে কলেজ ও বিষয় প্রথমে নির্বাচন করবেন তা আপনার প্রথম পছন্দ বলে বিবেচিত হবে । এভাবে পর্যায়ক্রমে যে সকল কলেজ ও বিষয় নির্বাচন করবেন তা আপনার কলেজ ও বিষয়ের পছন্দক্রম বলে বিবেচিত হবে ।
*** ওয়েবসাইটে কলেজ ও বিষয় একবার নির্বাচনের পর তা বাতিল করা যাবে না । অতএব বিশদভাবে ভাবনার পর আপনার পছন্দক্রম নির্বাচন করুন ।
*** আপনার পছন্দক্রম নির্বাচন অবশ্যই ২৪/১২/২০১৭ (রবিবার) রাত ১২:০০ ঘটিকার পূর্বে সম্পাদন করতে হবে ।

** কলেজ ও বিষয় আপনার পছন্দক্রম অনুসারে নির্বাচন করুন (কমপক্ষে ১০ টি নির্বাচন প্রস্তাবিত)।এর বেশিও দেওয়া যাবে।
.
বিজ্ঞান ইউনিট এর কলেজ এবং বিষয় নির্বাচনের তারিখ নোটিশ এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

কলেজ ও বিষয় নির্বাচন লিংক http://7college.du.ac.bd/admission/

 

About Sydur Rahman Tanvir

Check Also

সাত কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কী সাত কলেজে মাস্টার্স করা যায়?

ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ফাইনাল ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। অনেকে জানতে চেয়েছেন জাতীয় …