সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, বগুড়া এর ১৫ হতে ২০ গ্রেডের (পূর্বতন তৃতীয় ও চতুর্থ শ্রেণি) ৪ (চার) পদে জনবল নিয়োগের লক্ষ্যে ১৮-১১-২০২২ খ্রিঃ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে জেলা পরিবার পরিকল্পনা বাছাই/ নিয়োগ কমিটির সিদ্ধান্ত মোতাবেক নিম্নবর্ণিত রোল নম্বরধারী প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হলো।
আরও পড়ুন:
- All District Family Planning Admit Card and Exam Date
- Family planning question solution 2022 – pdf download now
- পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ভাইভা অভিজ্ঞতা ২০২২
- পরিবার পরিকল্পনা ভাইভা প্রস্তুতি ২০২২
বগুড়া জেলা পরিবার পরিকল্পনা পরীক্ষার ফলাফল ২০২২ – dgfp bogra Results
জেলা প্রশাসকের কার্যালয় বগুড়া এর ওয়েবসাইট (www.bogra.gov.bd) এবং জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় বগুড়া এর ওয়েবসাইট (www.fpo.bogra.gov.bd) লিখিত পরীক্ষার ফলাফল পাওয়া যাবে। মৌখিক পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে www.bogra.gov.bd এবং www.fpo.bogra.gov.bd এর ওয়েব সাইটে প্রকাশ করা হবে। নিয়োগ বিজ্ঞপ্তি ও প্রবেশ পত্রের উল্লিখিত শর্তাবলী বলবৎ থাকবে এবং নিয়োগ সংক্রান্ত বিষয়ের বাছাই/নিয়োগ কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।