আপনার মেরিট অনুযায়ী শুধুমাত্র অনার্সের আসন সংখ্যার ভিত্তিতে জেনে নিন সম্ভাব্য কোন কলেজে চান্স পাবেন –
১। বিজ্ঞান ইউনিট ঃ ★ অনার্সে মোট আসন সংখ্যা রয়েছে – ৬৫০০ টি। ★ মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৬২৭২ জন। আসন প্রতি লড়েছে গড়ে ৪ জন।
★ প্রতি আসনের যাদের ৬৫০০ এর মধ্যে মেরিট পজিশন আছে তারা ঢাবির ৭ কলেজের যে কোন ১টি তে অনার্সে পড়ার সুযোগ পাবে।
★ শুধুমাত্র প্রথম সারির তিনটি কলেজ – ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, ইডেন মহিলা কলেজ এই ৩ টি কলেজে আসন রয়েছে ৩৮২৫ টি। এই ৩ টি কলেজের যে কোন একটিতে সুযোগ পেতে হলে মেধাক্রম থাকতে হবে ৩৮২৫ এর মধ্যে।
★ শুধুমাত্র ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, ইডেন মহিলা কলেজ এই ৩ টি কলেজে সুযোগ পাওয়ার জন্য আসন প্রতি গড়ে লড়েছে ৭ জন।
২। বাণিজ্য ইউনিট ঃ ★ অনার্সে মোট আসন সংখ্যা রয়েছে – ৫১৮৫ টি।
★ মোট পরীক্ষার্থীর সংখ্যা ২১৬৭৬ জন। আসন প্রতি লড়েছে গড়ে ৪ জন।
★ প্রতি আসনের যাদের ৫১৮৫ এর মধ্যে মেরিট পজিশন আছে তারা ঢাবির ৭ কলেজের যে কোন ১টি তে অনার্সে পড়ার সুযোগ পাবে।
★ শুধুমাত্র প্রথম সারির তিনটি কলেজ – ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, ইডেন মহিলা কলেজ এই ৩ টি কলেজে আসন রয়েছে ৩০৯৫ টি। এই ৩ টি কলেজের যে কোন একটিতে সুযোগ পেতে হলে মেধাক্রম থাকতে হবে ৩০৯৫ এর মধ্যে।
★ শুধুমাত্র ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, ইডেন মহিলা কলেজ এই ৩ টি কলেজে সুযোগ পাওয়ার জন্য আসন প্রতি গড়ে লড়েছে ৭ জন।
৩। কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট ঃ ★ অনার্সে মোট আসন সংখ্যা রয়েছে – ১১৬৩০ টি।
★ মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৩০২৭ জন। আসন প্রতি লড়েছে গড়ে ২ জন।
★ প্রতি আসনের যাদের ১১৬৩০ এর মধ্যে মেরিট পজিশন আছে তারা ঢাবির ৭ কলেজের যে কোন ১টি তে অনার্সে পড়ার সুযোগ পাবে।
★ শুধুমাত্র প্রথম সারির তিনটি কলেজ – ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, ইডেন মহিলা কলেজ এই ৩ টি কলেজে আসন রয়েছে ৮৮০০ টি। এই ৩ টি কলেজের যে কোন একটিতে সুযোগ পেতে হলে মেধাক্রম থাকতে হবে ৮৮০০ এর মধ্যে।
★ শুধুমাত্র ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, ইডেন মহিলা কলেজ এই ৩ টি কলেজে সুযোগ পাওয়ার জন্য আসন প্রতি গড়ে লড়েছে ৩ জন ।
বিঃদ্রঃ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রদত্ত ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখ করে দেওয়া হয়েছিল – কলা ও সামাজিক বিজ্ঞান এবং বাণিজ্য অনুষদ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির নিয়মানুসারে আনুপাতিক হারে আসন দেওয়া হবে।
Mahade Hassan
Department of Management
Govt. Titumir College