আপনার মেরিট অনুযায়ী শুধুমাত্র অনার্সের আসন সংখ্যার ভিত্তিতে জেনে নিন সম্ভাব্য কোন কলেজে চান্স পাবেন –
১। বিজ্ঞান ইউনিট ঃ ★ অনার্সে মোট আসন সংখ্যা রয়েছে – ৬৫০০ টি। ★ মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৬২৭২ জন। আসন প্রতি লড়েছে গড়ে ৪ জন।
★ প্রতি আসনের যাদের ৬৫০০ এর মধ্যে মেরিট পজিশন আছে তারা ঢাবির ৭ কলেজের যে কোন ১টি তে অনার্সে পড়ার সুযোগ পাবে।
★ শুধুমাত্র প্রথম সারির তিনটি কলেজ – ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, ইডেন মহিলা কলেজ এই ৩ টি কলেজে আসন রয়েছে ৩৮২৫ টি। এই ৩ টি কলেজের যে কোন একটিতে সুযোগ পেতে হলে মেধাক্রম থাকতে হবে ৩৮২৫ এর মধ্যে।
★ শুধুমাত্র ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, ইডেন মহিলা কলেজ এই ৩ টি কলেজে সুযোগ পাওয়ার জন্য আসন প্রতি গড়ে লড়েছে ৭ জন।
২। বাণিজ্য ইউনিট ঃ ★ অনার্সে মোট আসন সংখ্যা রয়েছে – ৫১৮৫ টি।
★ মোট পরীক্ষার্থীর সংখ্যা ২১৬৭৬ জন। আসন প্রতি লড়েছে গড়ে ৪ জন।
★ প্রতি আসনের যাদের ৫১৮৫ এর মধ্যে মেরিট পজিশন আছে তারা ঢাবির ৭ কলেজের যে কোন ১টি তে অনার্সে পড়ার সুযোগ পাবে।
★ শুধুমাত্র প্রথম সারির তিনটি কলেজ – ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, ইডেন মহিলা কলেজ এই ৩ টি কলেজে আসন রয়েছে ৩০৯৫ টি। এই ৩ টি কলেজের যে কোন একটিতে সুযোগ পেতে হলে মেধাক্রম থাকতে হবে ৩০৯৫ এর মধ্যে।
★ শুধুমাত্র ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, ইডেন মহিলা কলেজ এই ৩ টি কলেজে সুযোগ পাওয়ার জন্য আসন প্রতি গড়ে লড়েছে ৭ জন।
৩। কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট ঃ ★ অনার্সে মোট আসন সংখ্যা রয়েছে – ১১৬৩০ টি।
★ মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৩০২৭ জন। আসন প্রতি লড়েছে গড়ে ২ জন।
★ প্রতি আসনের যাদের ১১৬৩০ এর মধ্যে মেরিট পজিশন আছে তারা ঢাবির ৭ কলেজের যে কোন ১টি তে অনার্সে পড়ার সুযোগ পাবে।
★ শুধুমাত্র প্রথম সারির তিনটি কলেজ – ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, ইডেন মহিলা কলেজ এই ৩ টি কলেজে আসন রয়েছে ৮৮০০ টি। এই ৩ টি কলেজের যে কোন একটিতে সুযোগ পেতে হলে মেধাক্রম থাকতে হবে ৮৮০০ এর মধ্যে।
★ শুধুমাত্র ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, ইডেন মহিলা কলেজ এই ৩ টি কলেজে সুযোগ পাওয়ার জন্য আসন প্রতি গড়ে লড়েছে ৩ জন ।
বিঃদ্রঃ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রদত্ত ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখ করে দেওয়া হয়েছিল – কলা ও সামাজিক বিজ্ঞান এবং বাণিজ্য অনুষদ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির নিয়মানুসারে আনুপাতিক হারে আসন দেওয়া হবে।
Mahade Hassan
Department of Management
Govt. Titumir College
খুব সহজে নিজ শহরে চাকরি খুঁজতে সম্ভব এপস ডাউনলোড করুন!