ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি ৭টি কলেজের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও স্নাতক (পাস) ১ম বর্ষের বিজ্ঞান, ব্যবসা এবং কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশিত হয়েছে।আজ দুপুর ১১:৪৫ মিনিটে রেজাল্ট প্রকাশিত হয়।
প্রকাশিত ফল জানা যাবে সাত কলেজের ওয়েবসাইট http://7college.du.ac.bd/admission/ থেকে।
ফলাফল দেখতে ক্লিক করুন এখানে
উল্লেখ্য, গত ১ডিসেম্বর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ৮ ডিসেম্বর বিজ্ঞান ইউনিট এবং ৯ ডিসেম্বর ব্যবসা শিক্ষা ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এতে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ১৪হাজার ৩৫০ টি আসনের বিপরীতে প্রায় ২৩ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় ।বিজ্ঞান ইউনিটে ৬ হাজার ৫০০ টি আসনের বিপরীতে প্রায় ২৬ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।ব্যবসা শিক্ষা ইউনিটে ৫ হাজার ১৮৫ টি আসনের বিপরীতে প্রায় ২১ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি কলেজ হলো – ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, তিতুমির কলেজ, সরকারি বাঙলা কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, সোহরাওয়ার্দী কলেজ।