জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, খুলনা এর আওতাধীন পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ সহকারী ও আয়া পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তথ্যাদি প্রেরণ প্রসংগে । অনুলিপি সদয় অবগতি/ অবগতি ও কার্যার্থে: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, খুলনা।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, খুলনা এর নম্বর- জেপপ/৩য়-৪র্থ শ্রেণী/নিয়োগ-২১/ খ্রি. মোতাবেক বিজ্ঞাপিত ০৩ (তিন) ক্যাটাগরি (পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ সহকারী, ও আয়া) পদে জনবল নিয়োগের নিমিত্তে গত 04/11/2022 খ্রিঃ তারিখের লিখিত পরীক্ষার প্রকাশিত ফলাফল অনুযায়ী প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীগণকে আগামী 09/11/2022 খ্রি. তারিখের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তির,
৮ নং শর্তানুসারে নিম্নবর্ণিত কাগজ পত্রের ১ (এক) সেট সত্যায়িত ফটোকপি জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, পরিবার পরিকল্পনা ভবন (৪র্থ তলা), বয়রা, খুলনা তে সরাসরি/ডাকযোগে/কুরিয়ারে জমা প্রদানের জন্য অনুরোধ করা হলো।
আরও পড়ুন: খুলনা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মৌখিক পরীক্ষার সময়সূচি
কাগজপত্র জমাদানের ঠিকানা:
- জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়,
- পরিবার পরিকল্পনা ভবন (৪র্থ তলা), বয়রা, খুলনা
- সরাসরি/ডাকযোগে/কুরিয়ারে
খুলনা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উত্তীর্ণ প্রার্থীদের তথ্যাদি প্রেরণ বিজ্ঞপ্তি ২০২২
জেলা পরিবার পরিকল্পনা নিয়োগ বিজ্ঞপ্তির ৮ নং শর্তসমূহঃ
- ক) প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্রসহ);
- খ) প্রার্থী যে ইউনিয়ন/পৌরসভা/সিটি কর্পোরেশন এর স্থায়ী বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/ পৌরসভার কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র;
- গ) মহিলা কোটা ব্যতিত অন্যান্য কোটা দাবির সমর্থনে প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/ প্ৰমাণপত্ৰ :
- ঘ) আবেদনকারী মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা অথবা পুত্র-কন্যার পুত্র-কন্যা হলে আবেদনকারী মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা অথবা পুত্র-কন্যার পুত্র-কন্যা এই মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/ পৌরসভার মেয়র/ পৌরসভার
কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের ছায়ালিপি; - ঙ) আবেদনকারী মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা অথবা পুত্র-কন্যার পুত্র-কন্যা হলে মুক্তিযোদ্ধার সনদপত্র, গেজেট, লাল মুক্তি বার্তা/ভারতীয় তালিকার ছায়ালিপি:
- চ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/ পৌরসভার মেয়র/ পৌরসভার কাউন্সিলর/ গেজেটেড কর্মকর্তা ( ন্যূনতম ৯ম গ্রেড ) কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র;
- ছ) জাতীয় পরিচয়পত্র/ জন্ম নিবন্ধন সনদের ছায়ালিপি;
- জ) Online এ পূরণকৃত আবেদনের কপি (Applicant’s copy) ।