চাকরির ইন্টারভিউ কিভাবে দিতে হয় – ইন্টারভিউয়ের দিনে প্রস্তুতি। এমন একটা জায়গা যেখানে যাওয়ার আগের মুহূর্তেও গলা শুকিয়ে যায়, হাত-পা ঠাণ্ডা হয়ে আসে, বুকের মধ্যে যেন হাপর পড়ে। কিন্তু কোনওভাবেই এতটুকু বোঝানো যাবে না ইন্টারভিউকর্তাদের যে আপনি নার্ভাস। এতসবকিছুর ব্যালান্স রাখতে গিয়ে নাজেহাল হতে হয় অনেককেই । ইন্টারভিউ দিতে গিয়ে কেমন হবে আপনার আচরণ, কী করবেন আর কী করবেন না, তার একটা পারফেক্ট গাইডলাইন ।
চাকরির ইন্টারভিউ কিভাবে দিতে হয় – ইন্টারভিউয়ের দিনে প্রস্তুতি
ইন্টারভিউয়ের দিনে কী করবেন:
- সময় সম্পর্কে সচেতন থাকতে হবেই। যে সময়ে ইন্টারভিউ কল করা হয়েছে তার অন্তত ১৫ মিনিট আগে পৌঁছে যান। সময়ানুবর্তিতা দেখানো যে কোনও চাকরিতেই খুব দরকার।
- ঘরে ঢুকে ইন্টারভিউ কর্তাদের দিকে স্মিত হাসুন। তারপর, নির্দিষ্ট আসনে বসুন ।
- পোশাক সব সময় ফর্মাল হবে। মহিলারা সালোয়ার কামিজ পরতে পারেন।
- তাই বলে সাদা সালোয়ার কামিজ বা কোট প্যান্ট টাইও বাধ্যতামূলক নয় ।
- তবে কোন্ পেশার জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছেন, সেটা খেয়াল রাখবেন । কিছু চাকরি যেমন : সেলস, হসপিটালিটি ইত্যাদির ক্ষেত্রে পুরো ফর্মাল পোশাক পরাই ভাল। পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর রাখুন। যাই পরুন, তাতে যেন স্বচ্ছন্দ থাকেন।
- একটা প্রশ্নের উত্তর শেষ করে তবে দ্বিতীয় প্রশ্নের উত্তর দেবেন।
- সোজাসুজি চোখের দিকে তাকিয়ে কথা বলবেন ।
- ঘরে ঢুকে সময় অনুযায়ী গুড মর্নিং বা আফটারনুন বলুন ।
- চেয়ারে সোজা হয়ে বসুন।
- সিভি বা বায়োডাটা, সার্টিফিকেটস গুছিয়ে রাখুন যাতে প্রয়োজনে পরপর দেখাতে পারেন ।
- কী বলবেন সেটা ভেবে নিন । মন স্থির রাখুন।
- আপনার উপস্থিত বুদ্ধি দিয়ে পরিস্থিতি নিজের মতো রাখার চেষ্টা করুন।
- আপনার উপস্থিতি হবে ঝকঝকে, একটা ফ্রেশ ইমেজ অবশ্যই রাখবেন।
- স্বতঃস্ফুর্ত কথাবার্তা, স্মার্ট ইমেজ বজায় রাখার চেষ্টার করুন, ওভার স্মার্টনেসেও কিন্তু নাম্বার কেটে যায় ।
- প্রত্যেককে যথাযথ সম্মান দিয়ে কথা বলুন।
- খুব গম্ভীর হয়েও নয় আবার বেশি প্রাণোচ্ছল হবেন না। প্রশ্নকর্তাদের সঙ্গে
- ফ্রেন্ডলি হোন কিন্তু নট টু ফ্রেন্ডলি ।
- একটা মক ইন্টারভিউয়ে নিজের মতো প্রস্তুত হবেন । এর জন্য বাড়িতেও একটা প্রস্তুতি নিতে পারেন নিজেই ।
- বডি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে সচেতন থাকুন ।
- ইন্টারভিউয়ের শেষে প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে ঘর থেকে বের হবেন।
- দরজা এমনভাবে খুলে ভিতরে যাবেন বা বেরোবেন যাতে দরজায় শব্দ না হয় ।
- সব সময় মনে রাখবেন আপনার আচরণ যেন মার্জিত রুচির পরিচায়ক হয় ।
ইন্টারভিউয়ের দিনে কী করবেন না:
- খুব চড়া রঙের কোনও পোশাক পরবেন না।
- প্রচুর মেক-আপ করে যাবেন না। কড়া পারফিউমও নয় ।
- প্রশ্ন শুনে রুমাল দিয়ে ঘাম মোছা, হাত কচলানো, আমতা আমতা করা এমন কিছু করবেন না
- কোনোভাবেই আপনার আচরণে যেন ঔদ্ধ্যতা প্রকাশ না পায়।
- মাথা নিচু করে কথা বলবেন না ।
- বেঁকে বা একপেশে হয়ে চেয়ারে বসবেন না।
- যে প্রশ্নের উত্তর জানেন না, সেটা স্পষ্ট জানিয়ে দিন। জানার ভান করে অযথা সময় নষ্ট করবেন না। এতে ইন্টারভিউয়াররা বিরক্তই হন।
মনে রাখবেন যাঁদের কাছে আপনি এসেছেন, তাঁদের অভিজ্ঞতা আপনার থেকে অনেক বেশি। এমন আচরণ করবেন না যাতে তাঁদের সম্মানহানি ঘটে।