উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এমবিএ (MBA) ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

এম বি এ বাংলা মাধ্যম ভর্তি বিজ্ঞপ্তি ২০২২, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এমবিএ (MBA) ভর্তি বিজ্ঞপ্তি ২০২২।নিয়মিতদের পাশাপাশি চাকুরীজীবি, ব্যবসায়ী, মাস্টার্স ভর্তি হতে পারেন নি, নিজ বিষয়ে মাস্টার্স না করে এমবিএ করতে আগ্রহী, দীর্ঘ ব্রেক অব স্টাডি আছে এমন শিক্ষার্থীরা আবেদন করতে পারেন। বিবিএ অনার্স/ বিবিএ প্রফেশনালদের জন্য ১ বছর ব্যবসায় অনুষদের বাইরের সকল ৪ বা ৩ বছরের স্নাতক ডিগ্রীধারীদের জন্য ২ বছরের কোর্স।

·শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে।
শিক্ষার্থীকে মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূলকপি সাথে নিয়ে আসতে হবে। অনলাইন ভর্তির জন্য |
·

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এমবিএ  ভর্তির যোগ্যতা:

  • মানবিক, সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষাসহ যে কোনো বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয়/কলেজ থেকে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী শিক্ষার্থীগণ এমবিএ (বাংলা) প্রোগ্রামে ভর্তির যোগ্য বলে বিবেচিত হবেন।
  • বিবিএ ডিগ্রিধারী শিক্ষার্থীগণ যদি সিজিপিএ ২.৭৫ অর্জন করে থাকেন সেক্ষেত্রে তারা সরাসরি এমবিএ তৃতীয় সেমিস্টারে ভর্তি হতে পারবেন।
  • ৩ বছর মেয়াদি ডিগ্রিধারীগণ আবেদন করতে পারবেন।
  • ২ বছর মেয়াদি স্নাতক গ্রহণযোগ্য নয় ।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এমবিএ (MBA) ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এমবিএ (MBA) ভর্তির খরচ:

  • প্রতি সেমিস্টারে খরচ: ১৪,০০০/-
  • ২ বছর= ৪ সেমিস্টার
  • ১ বছর= ২ সেমিস্টার
  • ক্লাস ও পরীক্ষা: শুক্রবার।
  • ভর্তি পরীক্ষা: ভাইবা নিয়েই ভর্তি ভর্তিযোগ্য শিক্ষার্থী নির্বাচন করা হবে।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিবিএ ভর্তি তথ্য ২০২২

BOU Result 2023 – BA and BSS Result | Open University Result

With the approval of the Vice-Chancellor dated 10/04/2023, the final results along with subject-wise results …