অনিবার্য কারণবশত জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামী ২৬ ও ২৭ নভেম্বরের পরীক্ষা স্থগিত করা হয়েছে….
-
-
- অনিবার্য কারণবশত জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামী ২৬ ও ২৭ নভেম্বরের পরীক্ষা স্থগিত করা হয়েছে। ২৫ নভেম্বর ২০১৭ তারিখ বিকেলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এই সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তিটি পাবেন এই লিংকে।
এখানে ক্লিক করেন এতে জানানো হয়, অনিবার্য কারণবশত ওই দুই দিনের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি কিছুদিনের মধ্যে বিজ্ঞপ্তি আকারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের পাশাপাশি এখানেও প্রকাশ করা হবে।
-
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৬ ও ২৭ নভেম্বরের পরীক্ষা স্থগিত . জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২৬ এবং ২৭ নভেম্বরের কোনো পরীক্ষা নেবে না বি সি এস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত সরকারি কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা। একই সঙ্গে শিক্ষা অধিদপ্তর, শিক্ষাবোর্ডসহ সব অফিসে কর্মবিরতি পালন করবেন তারা। জাতীয়কৃত কলেজ শিক্ষকদের শিক্ষা ক্যাডারভুক্ত না করার দাবী আদায়ের লক্ষ্যে তারা এমন কর্মসূচি ঘোষণা করেছে। আর এর সঙ্গে একাত্মতা ঘোষণা করে ২৬ ও ২৭ নভেম্বরের পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে।