অনার্স ১ম বর্ষ পরীক্ষা ২০২২। আগামী ১৭ অক্টোবর থেকে ১ম বর্ষ ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। অনার্স লাইফের ১ম ফাইনাল পরীক্ষা দিতে যাচ্ছেন, তাই আমার তরফ থেকে কিছু পরামর্শ, টাইম লাইনে রেখে দিন, কাজে আসবে।
আরও পড়ুন:
- অনার্স প্রথম বর্ষের প্রবেশপত্র ২০২২
- স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস সাজেশনস
- অনার্স পরীক্ষার খাতায় লেখার নিয়ম
- অনার্স প্রথম বর্ষের পরীক্ষার রুটিন ২০২২
১। পরীক্ষার ওএম আর এ ব্লক লেটারে নাম লিখবেন, পরীক্ষা কোড, রেজিস্ট্রশন নং, রোল নং, বিষয়কোড সতর্কতার সাথে বৃত্ত পূরণ করবে।
২। খাতার প্রথম পৃষ্ঠার উপরে আপনার বিভাগের নাম লিখবে। যেমন বাংলা বিভাগের শিক্ষার্থী হলে বাংলা লিখবে। তারপর যেবিষয়ের পরীক্ষা সেই বিষয়ের নামের জায়গায় বিষয়ের নাম লেখবে।
৩। খাতার বামপাশে ও উপরে ১ ইঞ্চি পরিমাণ মার্জিন রাখবে।
৪। প্রশ্নের বিভাগ ধারাবাহিকতা রাখতে হবে। যেমন ক বিভাগ লিখতে গেলে ক শেষ করে অন্য বিভাগে যেতে হবে। তারপর খ শেষ করে গ লিখতে হবে। অর্থাৎ যে বিভাগে লেখেন না কেনো সেই বিভাগের সব প্রশ্নের উত্তর শেষ করে অন্য বিভাগে যেতে হবে। প্রশ্নের নং সঠিক লিখতে হবে।
৫। বানান সতর্ক থাকতে হবে। বাংলা একাডেমির বানানরীতি অনুসরণ করতে হবে।
৬। দুই লাইনের মধ্যে ১ লাইন সমান ব্যবধান রাখতে হবে।
৭। লেখার মধ্যে ওভার রাইট, কাটাকুটি করে অপরিচ্ছন্ন করা যাবে না। ভুল হলে এক টানে কেটে দিতে হবে।
৮। হাজিরা শীটে স্বাক্ষর করতে হবে। সবার জন্য শুভকামনা। সবাই ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে থাকুন।