স্নাতক চতুর্থ বর্ষের ফল প্রকাশ

স্নাতক চতুর্থ বর্ষের ফল প্রকাশ 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাতটি কলেজের স্নাতক চতুর্থ বর্ষের (২০১১-১২) ফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফল সাত কলেজের ওয়েবসাইট 7college.du.ac.bd থেকে পাওয়া যাবে ।চলতি বছরের ১১ ফেব্রুয়ারি লিখিত পরীক্ষা শেষ হয়েছিল।

ফল প্রকাশের দাবিতে দীর্ঘদিন আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা।সর্বশেষ গত ৮ অক্টোবর নীলক্ষেত মোড় অবরোধ করে সাত কলেজের শিক্ষার্থীরা। পরে অবরোধ স্থলে উপস্থিত হয়ে নভেম্বরের মধ্যেই ফল প্রকাশের ব্যাপারে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. আখতারুজ্জামান। এতে শিক্ষার্থীরা তাদের অবরোধ তুলে নেয়।

উল্লেখ্য, চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ঢাকার সাতটি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। কলেজগুলো হলো – ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, তিতুমির কলেজ, সরকারি বাঙলা কলেজ, কবি নজরুল কলেজ, বদরুন্নেসা মহিলা কলেজ ও সোহরাওয়ার্দী কলেজ।

About Sydur Rahman Tanvir

Check Also

সাত কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কী সাত কলেজে মাস্টার্স করা যায়?

ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ফাইনাল ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। অনেকে জানতে চেয়েছেন জাতীয় …