মাস্টার্স (নিয়মিত) কোর্সের ভর্তি কার্যক্রমে মেধা তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ওয়েবসাইট-এ আপনার আবেদনের Admission Roll No. ও PIN (আবেদন ফর্মে পাবেন) দিয়ে লগইন করলে ফলাফল প্রদর্শিত হবে। উক্ত ফলাফল জানতে SMS করবেন nu<space>atmf<space>roll no টাইপ করে Send করতে হবে 16222 নম্বরে। মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ফরম পূরণ করতে হবে ২৯/০৯/২০২২ থেকে ১১/১০/২০২২ তারিখের মধ্যে।
মাস্টার্স (নিয়মিত) কোর্সের মেধা তালিকায় যারা স্থান পেয়েছেন সকলকে অভিনন্দন। Congratulations! You are assigned ENGLISH (1151) at Tongi Govt. College, GAZIPUR according to the First merit list. Please click on the Admission Form to provide the required additional information. You (3046147) are assigned MANAGEMENT (2651) in Chandpur Govt. College (3901) in the 1st Merit List of Ms. Final Admission 2020-21. – NU Authority.
মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের পরবর্তী করণীয়ঃ
উক্ত(http://app8.nu.edu.bd/nu-web/msapplicant/applicantLogin) ওয়েবসাইটে লগইন করে Admission form পূরণ করবেন। এরপর এডমিশন ফর্মের প্রিন্ট কপিসহ,প্রয়োজনীয় কাগজপত্র ও ভর্তি ফি কলেজ নোটিশ অনুসরণ করে ১১ অক্টোবরের মধ্যে জমা দিতে হবে।
Admission Form পূরণে যা লাগবেঃ
- অবশ্যই ইংরেজিতে পূরণ করবেন
- নিজের মোবাইল নং,
- অভিভাবকের নাম,
- অভিভাবকের মোবাইল নং,
- অভিভাবকের বাৎসরিক আয়,
- আপনার স্থায়ী ও বর্তমান ঠিকানা।
আরও পড়ুন:
- মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ – মেধা তালিকায় চান্স না হলে করণীয়
- মাস্টার্স ভর্তি রেজাল্ট ২০২১-২০২২
- মাস্টার্স ভর্তি হতে কি কি লাগে
- মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২২
এগুলো তথ্য ঠিকঠাক ভাবে অনলাইনে পূরন করে সাবমিট করে ভর্তি ফরম A-4 সাইজের অফসেট পেপারে প্রিন্ট করতে হবে। উক্ত প্রিন্টে ২টা কপি থাকবে।
- ১। স্টুডেন্ট কপি।
- ২। কলেজ কপি।
কলেজে ভর্তি হতে যা যা লাগবেঃ
- ১. এডমিশন ওয়েবসাইট থেকে পূরণকৃত চূড়ান্তফর্ম।(এডমিশন ওয়েবসাইটে লগইন করে নিতে হবে)
- ২. কলেজের ভর্তির ফর্ম। (কলেজ নোটিশে পাবেন)
- ৩. এসএসসি,এইচএসসি, অনার্স/মাস্টার্স ১ম পর্ব পরীক্ষা পাশের রেজিষ্ট্রেশন কার্ডের ফটোকপি ০২ সেট।
- ৪. এসএসসি,এইচএসসি, অনার্স/মাস্টার্স ১ম পর্ব পরীক্ষা পাশের মূল মার্কসিট/সনদের সত্যায়িত ফটোকপি ০২ সেট।
- ৫. ০৪ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি।
- ৬. ভর্তির ফি। (সরকারি কলেজে ৫০০০/- এর মধ্যে)
- ৭. প্রাথমিক আবেদন ফর্ম।(যেসব কলেজে প্রাথমিক আবেদন ফর্ম জমা নেয়নি তাদের জন্য প্রযোজ্য)
মেধা তালিকায় যারা স্থান পাননি, তারা রিলিজ স্লিপে নতুন করে ৩টি কলেজে আবেদন করার সুযোগ পাবেন। অক্টোবরের শেষ দিকে রিলিজ স্লিপে আবেদন করার সুযোগ পাবেন! যদি রিলিজ স্লিপেও চান্স নাহ হয়, সেক্ষেত্রে মাস্টার্স (প্রাইভেট) কোর্সে এডমিশন নিবেন! নভেম্বরে সার্কুলার আসতে পারে।
ভর্তির জন্য অবশ্যই কলেজ নোটিশ অনুসরণ করবেন।