জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ বছর মেয়াদি আইসিটি কোর্সে ভর্তির সুযোগ। মাস্টার্স ভর্তিচ্ছুরা জেনে রাখুন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স (নিয়মিত) শিক্ষার্থীদের এক বছর মেয়াদি I CT প্রশিক্ষন নেওয়া সুযোগ রয়েছে। মাস্টার্সের সাবজেক্টগুলোর পাশাপাশি সরকারি কয়েকটি কলেজে I CT প্রশিক্ষণের এই সুবিধা আছে। আইসিটি নিয়ে মাস্টার্স কোর্স কমপ্লিট করতে পারলে ভালো আলাদা একটি সরকারি সার্টিফিকেট পাবেন। যেটা দিয়ে আপনি যেকোনো স্কুলে আইসিটি পড়াতে পারবেন।
আরও পড়ুন:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি ভর্তি ২০২২
কোন শিক্ষার্থী আইসিটি নিলে তা কলেজের ভর্তি ফর্মে ৬৬৬৬ কোড লিখতে হবে। (যারা আইসিটি অতিরিক্ত হিসেবে নিবে তাদের মোট ভর্তির সাথে ১০০০ বা ১৫০০ টাকা যোগ হবে)। আইসিটি কোর্স নেওয়ার জন্য অবশ্যই কলেজ নোটিশ অনুসরণ করবেন।