অনার্স ২য় বর্ষের ফরম ফিলাপ লিংক ২০২৩

অনার্স ২য় বর্ষ (২০১৯-২০) পরীক্ষার ফরম পূরণের ওয়েবসাইট সার্ভারটি চালু করা হয়েছে। শিক্ষার্থীরা উক্ত ( http://www.nubd.info/formfillup ) ওয়েবসাইটে অনলাইনে ফরম পূরণ করে কলেজ নোটিশ অনুযায়ী টাকাসহ, প্রয়োজনীয় কাগজপত্র কলেজে জমা দিয়ে পরীক্ষার ফরম পূরণ সম্পন্ন করবেন। জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২১ সালের অনার্স ২য় বর্ষের ফরম ফিলাপ নোটিশ প্রকাশ করেছে। ৮ সেপ্টেম্বর ২০২২ খ্রি. তারিখে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক ওয়েবসাইটে, অনার্স দ্বিতীয় বর্ষের ফরম পূরণের নোটিশ প্রকাশ করা হয়।

অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বৃদ্ধি

  • অনার্স ২য় বর্ষ (২০১৯-২০): ২০২১ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।
  • ফরম পূরণ করা যাবে ২৭/১০/২০২২ইং (শিক্ষার্থী কর্তৃক)
  • যারা এখনো ফরম পূরণ করতে পারেননি উক্ত সময়সীমা মধ্যে ফরম পূরণ করতে পারবেন।
  • বিস্তারিত কলেজ নোটিশে জানতে পারবেন।

 

 

সাধারন নির্দেশনা:-

  • ১. পরীক্ষার্থী টিসি নিয়ে অন্য কলেজে অধ্যয়নরত হলে, ফরমপূরনের জন্য যথারীতি রেজিঃ নম্বর দিয়ে ফরম ডাউনলোড করবে এবং উক্ত ফরমের সাথে টিসি’র কপিসহ কলেজে জমা দিলে কলেজ কর্তৃপক্ষ টিসি এন্ট্রি বাটনের মাধ্যমে উক্ত ছাত্রের তথ্য এন্ট্রি করতে হবে।
  • ২. ফরমপূরনের লক্ষ্যে অন-লাইনে আবেদন সাবমিট করার পর কোন ভুল পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কলেজের মাধ্যমে আবেদন বাতিল করার পর পূনরায় আবেদন ফরম ডাউনলোড করা যাবে। এক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষ অন-লাইনে উক্ত আবেদন ফরম বাতিল করতে পারবেন।

 

অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফরমপূরনের সময়সূচি ২০২২

NOC-10018-pub-date-08092022-page-001

 

 

আরও পড়ুনঃ অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফরম ফিলাপ ২০২২

 

অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফরম ফিলাপে কত টাকা লাগবেঃ

অনেকে জিজ্ঞেস করেন যে, ভাইয়া আমি অমুক কলেজে পড়ি, আমার ফরম পূরণ করতে কত লাগবে? ফরম পূরণ করতে কত টাকা লাগবে এটা তো নিশ্চিত করে বলা যাবে না। অনেক কলেজে কম লাগে অনেক কলেজে বেশি। ১ম বর্ষে যেমন লাগছিলো, ওইরকম এ লাগবে। কিছু টা কম বেশি হতে পারে। ফরম পূরণের জন্য কত টাকা লাগবে এটা জানার আপনার কলেজের নোটিশ বোর্ড দেখবেন।

 

img09102022-0003-page-001

 

আর যারা ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিতে কত লাগবেঃ

১ টি বিষয়ের জন্য ১১০০ টাকার মত, পরবর্তী প্রতি বিষয়ের জন্য ২০০/ ৩০০ টাকা করে লাগে। এটার ব্যপারেও কলেজে জেনে নিশ্চিত হবেন। C/D রেজাল্ট আছে এমন যে কোনো ২ টা ইমপ্রভ এর জন্য দিতে পারবেন আর সাথে যতগুলো ফেল আছে সেগুলো দিতে পারবেন তবে পাশকৃত বিষয়ের ভিতর যেকোনো ২ টা পারবেন ইমপ্রুভমেন্ট যেগুলোর রেজাল্ট(C/D)।

বিদ্রঃ ইমপ্রুভমেন্ট দিয়ে একবার পাশ করলে আর দিতে পারবেন না। যায় পাবেন না কেন বি+ এর বেশি পাবেন না।

 

প্রয়োজনীয় কাগজপত্র যা যা লাগবে:

National-university-Online-form-fill-up-1

image

 

  • ফরম ফিলাপ লিংকঃ http://www.nubd.info/formfillup/
  • ফরম পূরণ করতে রেজিষ্ট্রেশন নম্বর ও একটি ফোন নম্বর লাগবে।
  • রেজিস্টেশন কার্ড যা ইতিমধ্যে ১ম বর্ষে পেয়ে গেছেন।
  • অনার্সের রেজিষ্ট্রেশন কার্ডের ফটোকপি,
  • অনলাইনে পূরণকৃত ফরমটি,
  • পাসপোর্ট সাইজের ছবি ২কপি এবং টাকা।

আপনার এখন কাজ হলো কম্পিউটার দোকান এ গিয়ে রেজিষ্ট্রেশন নম্বর দিয়ে অনলাইন থেকে ফরম পূরন করে বের করা।

 

অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফরম ফিলাপের সময়সীমাঃ

২০২১ সালের অনার্স দ্বিতীয় বর্ষের অনলাইনে ফরম পূরণের আবেদন করা যাবে ১৪ সেপ্টেম্বর বুধবার থেকে। ফরমপূরণ চলবে ১১ অক্টোবর ২০২২ খ্রি. তারিখ মঙ্গলবার পর্যন্ত।

অনার্স ২য় বর্ষ পরীক্ষায় যারা অংশগ্রহণ করবেঃ

এ কার্যক্রমে অংশগ্রহণ করবে ২০১৯-২০ শিক্ষাবর্ষের নিয়মিত ২০১৮-১৯, ২০১৭-১৮ ও ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীরা।

 

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

অনার্স ৪র্থ বর্ষের সিজিপিএ সমস্যা ও সমাধান

জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশ বোর্ড ২০২৪ – NU Recent Notice 2024

জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশ বোর্ড ২০২৪ মূলত ২০২৪ সালের সকল নোটিশ প্রচার করবে। জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের …