অনার্স ২য় বর্ষের ফরম ফিলাপ ২০২২

সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, ২০২১ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার আবেদন ফরম পূরণ আগামী ১৪/০৯/২০২২ তারিখ শুরু হবে। ফরম পুরণের যাবতীয় নির্দেশনা নিম্নে উপস্থাপন করা হলো। ২০১৯-২০ শিক্ষাবর্ষের অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফরমপূরণের সময়সূচি প্রকাশিত হয়েছে। অনলাইনে আবেদন ফরম পূরণ শুরু ১৪/০৯/২০২২ তারিখ। আবেদন ফরম পূরণ করা যাবে ১১/১০/২০২২ তারিখ পর্যন্ত। অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফরম ফিলাপ ২০২২।

অনার্স ২য় বর্ষ পরীক্ষার সময়সূচি: অনার্স ২য় বর্ষের পরীক্ষার রুটিন ২০২৩

 

অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের পুন:সংশোধিত বিজ্ঞপ্তি

শেষবারের মত অনার্স ২য় বর্ষ(২০১৯-২০) পরীক্ষার ফরম পূরণের সুযোগ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সময়সীমাঃ ০৮/১২/২০২২ থেকে ১৫/১২/২০২২ইং যারা এখনো ফরম পূরণ করতে পারেননি তারা উক্ত সময়ের মধ্যে পরীক্ষা ফরম পূরণ করতে পারবেন।

 

318212829-946406783005602-6519315710748901555-n

অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বৃদ্ধি

অনার্স ২য় বর্ষ (২০১৯-২০): ২০২১ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। ফরম পূরণ করা যাবে ২৭/১০/২০২২ইং (শিক্ষার্থী কর্তৃক)। যারা এখনো ফরম পূরণ করতে পারেননি উক্ত সময়সীমা মধ্যে ফরম পূরণ করতে পারবেন, বিস্তারিত কলেজ নোটিশে জানতে পারবেন।

 


অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফরম ফিলাপ ২০২২

NOC-10018-pub-date-08092022-page-001

 

NOC-10018-pub-date-08092022-page-002

 

NOC-10018-pub-date-08092022-page-003

 

০১. অনলাইনে আবেদন ফরম পূরণ :

আবেদনকারী জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (http://nubd.info/ form fillup/) এ গিয়ে আবেদন ফরম যথাযথ ভাবে পূরণ করবে এবং ডাউনলোড করে সংশ্লিষ্ট কলেজে নির্ধারিত সময়ের মধ্যে ফিসহ স্ব-স্ব বিভাগে জমা দেবে। ফরম পূরণের সময় নন-মেজর কোর্স নির্বাচনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। ভুল বিষয় কোড নির্বাচন করলে তা সংশোধন করা হবে না।

০২. পরীক্ষায় অংশগ্রহণের শর্তাবলীঃ

নিয়মিতঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে রেজিস্ট্রেশনকৃত অনার্স কোর্সের সকল শিক্ষার্থী যারা ২০২০ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে Promoted হয়েছে তারা ২০২১ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থী হিসাবে ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের সিলেবাস ও সংশোধিত রেগুলেশন অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করবে।

অনিয়মিতঃ ২০১৬-২০১৭, ২০১৭-২০১৮ এবং ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে যে সকল শিক্ষার্থী অনার্স ১ম বর্ষ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০১৮, ২০১৯ ২০২০
সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে Not Promoted হয়েছে অথবা পরীক্ষায় অংশগ্রহণ করেনি ঐ সকল শিক্ষার্থী অনিয়মিত পরীক্ষার্থী হিসাবে ২০২১ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। Not Promoted শিক্ষার্থীগণ পূর্ববর্তী বছরের পাসকৃত কোর্সে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না। তবে যারা ২০২০ সালের অনার্স ২য় বর্ষে প্রথম বারের মত পরীক্ষায় অংশগ্রহণ করে C বা D গ্রেড পেয়েছে শুধুমাত্র তারাই ২০২১ সালের পরীক্ষার উচ্চতর গ্রেডে উন্নীত করার জন্য পরীক্ষা দেয়ার সুযোগ পাবে এবং F গ্রেড প্রাপ্ত সকল কোর্সে পরীক্ষা দিতে হবে।

গ্রেড উন্নয়নঃ ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের যেসব শিক্ষার্থী ২০২০ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে ৩য় বর্ষে প্রমোশন পেয়েছে, ঐ সকল শিক্ষার্থী
শুধুমাত্র C বা D গ্রেড প্রাপ্ত কোর্স বা কোর্সসমূহে গ্রেড উন্ননে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

যে সকল শিক্ষার্থী ২০১৭ 20, 2018 ২০২০ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে ৩য় বর্ষে প্রমোশন পেয়েছে কিন্তু এক বা একাধিক কোর্সে F গ্রেড রয়েছে তারা ২০২১ সালের পরীক্ষায় F গ্রেড প্রাপ্ত কোর্স বা কোর্সসমূহে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

সকল F গ্রেড প্রাপ্ত কোর্সে পরীক্ষা নিয়ে (রেজিস্ট্রেশনের মেয়ান সাপেক্ষে) অবশ্যই ন্যূনতম D গ্রেড এ উন্নীত করতে হবে। F গ্রেডকে উচ্চতর গ্রেডে উন্নীত করলে পরবর্তীতে গ্রেড উন্নয়নের কোন সুযোগ থাকবে না এবং ফলাফল যাই হোক না কেন B+ গ্রেড এর বেশি প্রাপ্য হবে না।

২০২০ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে C-Promoted প্রাপ্ত শিক্ষার্থীদের অনুপস্থিত ০১টি কোর্সে ২০২১ সালের পরীক্ষায় অবশ্যই অংশগ্রহণ করতে হবে। অন্যথায় শর্ত সাপেক্ষে দেওয়া Promotion বাতিল হয়ে যাবে।

অনুপস্থিত বা F গ্রেড প্রাপ্ত কোর্সে পরবর্তি বছর C বা D গ্রেড পেলে সে কোর্সে আর মান উন্নয়ন পরীক্ষার সুযোগ পাবে না। সকল বর্ষের পরীক্ষা শেষে CGPA নির্ধারিত হলে কোন মান উন্নয়ন বা গ্রেড উন্নয়ন পরীক্ষার সুযোগ থাকবে না।

২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের অনার্স ৩য় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে ৪র্থ বর্ষে Promoted ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের অনার্স ২য় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে ৩য় বর্ষে Promoted শিক্ষার্থীগণ শুধুমাত্র F গ্রেড প্রাপ্ত কোর্সে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

ব্যবহারিক ও ইনকোর্স পরীক্ষায় গ্রেড উন্নয়নের কোন সুযোগ নাই।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

NU Results 2022 - Honours Consolidated Result

NU Result 2024 – Honours 4th year cgpa result 2024

NU result 2022 – honors 4th-year CGPA result 2022 published. Nu honors final year result …