একজন শিক্ষার্থীর যে গুন থাকা দরকার

আপনার সকল শিক্ষা সংক্রান্ত কাগজপত্র যেমন: মার্কশীট,সনদ, জন্মসনদ ইত্যাদির পিছনে আপনার নাম ও ফোন নাম্বার পেন্সিল দিয়ে লিখে রাখেন। কখনো যদি কনো দোকানে বা রাস্তায় বা কোথাও পরে যায় তবে আপনি তা ফেরত পাইতে পারেন। অন্তত যে কাগজটা পাবে সে দেখেই বুঝবে যার হারাইছে তার কতটা দরকারি।

আপনি যদি কখনো কারো সনদপত্র পেয়ে থাকেন তবে একটু কষ্ট করে সনদে থাকা স্কুলের নাম গুগল সার্চ করে লোকেশন বের করে ঐ ঠিকানায় পোস্ট অফিসে পাঠিয়ে দিবেন সাথে একটা চিঠি পাঠিয়ে দিবেন যেন প্রধান শিক্ষক কাগজের মালিককে দিতে পারে। মানুষ প্রতিদান না দিলেও আল্লাহ আপনাকে প্রতিদান দিবে।

নিজের সকল শিক্ষা সনদগুলো সুন্দর স্ক্যান করে ১টা ফাইল ড্রাইভে রাখেন একটা ফোনে। মূল কাগজ আলমারিতে বন্ধ রাখেন। যতবার লাগে স্ক্যান কপি ব্যবহার করেন এতে আপনার মূল কপি হারনোর ভয় থাকবে না।

যদি কখনো কারো স্মার্ট কার্ড রাস্তায় পান তবে দয়া করে তা পোস্ট অফিসে উল্লেখিত ঠিকানায় পাঠিয়ে দিবেন। কারন ওটা যার হারিয়েছে সে সেটা ৩০ সালের আগে পাবে না।

শিক্ষিত হওয়ার আগে একজন ভালো মানুষ হন। আপনার উপার্জনের ১টাকা অনেক বড়। কিন্তু ঐ ১টাকার জন্য রাস্তায় রিকশাওয়ালা/চা দোকানদার ইত্যাদির সাথে তুই তোকারি করা, ঝগড়া করা, খারাপ ব্যবহার করা আপনার সাথে যায় না। আল্লাহর ওয়াস্তে ছেড়ে দেন। কেউ যদি আপনার নিকট ২টাকা পায় বা বলে পরে দিয়েন তাহলে তাকে সাথে সাথে বলে দিবেন “ভাই যদি আল্লাহ হায়াতে রাখে তবে অবশ্যই দিয়ে যাবো, আর যদি না দিতে পারি তাহলে দাবী রাখবেন না, মাফ করে দিবেন।

অনেক সময় আব্বু আম্মুর NID নাম্বার লাগে তবে সেটা থাকে না। ভালো হয় একটা ছবি তুলে রাখেন। একদিন কাচারিতে একটা কাজে গেসিলাম। অফিস থেকে বেশ কিছু কাগজ দিতে বললো। কাচারিতে বসে ফোন থেকে সব দিয়ে দিলাম। দোকানি আবার পরিচিত, সে কয় সিফাত ভাই আপনি দেখি ফাইলের আলমারি নিয়া চলেন।

HSC /SSC রোল রেজিঃ নিজের কন্টাক্টে সেভ রাখেন। বিশ্বাস করেন একদিন এমন সময়ে কাজে লাগবে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করতে করতে হাপিয়ে যাবে।

কাগজপত্রের কাজে কখনো একজনের কথায় কান দিবেন না। যে মানুষ যত মিষ্টি ভাবে কথা বলে মন ভুলাবে সে ততটাই প্রতারণা করবে। আর থাকলো সাক্ষী প্রমাণ, ওগুলা কোনো ব্যাপার না। সবার কথা শুনবেন, সার্চ করবেন তারপর যাদেরটা মিলবে তাদের কথায় কাজ শুরু করবেন।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

অনার্স ১ম বর্ষ পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার সময় বন্টন ও উত্তর লিখবেন যেভাবে

কেন লাষ্ট বেঞ্চের ষ্টুডেন্টরা বাস্তব জীবনে বেশি সফল ?

প্রায় সবাই ভেবে থাকেন, যারা পরীক্ষায় ভালো রেজাল্ট করে তারাই জীবনে সফল হয়। ভালো বেতনের …